সাগর বাদশা (স্টাফ রির্পোটার): রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ৩,৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম-মোঃ মমিনুর (২০)। শুক্রবার (৯ মে ২০২৫) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান বেড়িবাঁধ মেইনরোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, ডিবি উত্তরা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান বেড়িবাঁধ মেইনরোড এলাকায় অভিযান চালায়। অভিযানে এ.জে.আর. পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লি. (মোহাম্মদপুর শাখা) এর সামনে থেকে ৩,৮০০ পিস ইয়াবাসহ মমিনুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত মমিনুর একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর মোহাম্মদপুরসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।