মোঃ হাসান (রায়পুর উপজেলা সংবাদদাতা): লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ইউনিয়ন ২ নং ওয়ার্ড জামাত ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়।
বুধবার ২৬ শে মার্চ ঐতিহ্যবাহী মোল্লারহাট উচ্চ বিদ্যালয় এর তৃতীয় তলার হলরুমে ইফতার মাহফিল আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কেরোয়া দুই নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ নুর হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইউনিয়ন জামাতের সূরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ এম এ কাদের একাডেমীর প্রধান শিক্ষক আব্দুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,৬ নং ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬ নং কেরোয়া ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোঃ ইউনুস ইউনিয়নের জামাতের সূরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক সেক্রেটারি এবং রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা মোঃ আব্দুল করিম ,ইউনিয়ন জামাতের সূরা ও কর্ম পরিষদ সদস্য এডভোকেট জহিরুল ইসলাম, ২ নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন, হাবিবুর রহমান মোল্লা, ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জামাত ইসলামী ও বিএনপির নেত্রীবৃন্দ ও দাওয়াতি রোজদার মুসল্লী বৃন্দ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সামাজিক কল্যাণমূলক কাজে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।