সাগর বাদশা ( স্টাফ রিপোর্টার): আর যদি কোন মাজার ভাঙ্গা হয় কাপনের কাপড় পড়ে রাস্তায় নেমে পড়বো আমরা। আজকে এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে আপনাদের উপস্থিতিকে আন্তরিক মোবারকবাদ জানাই। গনমায়াতে আপনারা ইতিমধ্যে জেনেছেন ৫ই আগষ্ট ২০২৪ রাষ্ট্রিয় ক্ষমতার পরিবর্তনের পর থেকে দেশব্যাপি সুফিবাদ বা দি মাজারসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক কাষেযজ্ঞ সংগঠিত হয়েছে। ভাংচুর অগ্নি সংযোগ সন্ত্রাস মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এ ছাড়া দেশব্যাপি যে সকল দরবার বা মাজারে সন্ত্রাসী হামলা ভাংচুর অগ্নিসংযোগ করা হয়েছে তার কয়েকটি নাম এখানে উল্লেখ করা হলো।
১/ আয়াতেছিয়া দরবার শরীফ ঘিওর, মানিকগঞ্জ।
২/ মালেক শাহ দরবার, উপজেলা লাকসাম কুমিল্লা।
৩/ যতরাখ হায়দার আলী ইয়ামানি রহ: মাজার শরীফ। হাজারিবাগ নবিপুর ঢাকা।
৪/ খাজাবাবা শাহ সূফী আবুল হাসান চিশতীর রওজা শরীফ তারের পুরুব,খুলনা।
৫/ আক্কেল আলি শাহ’র মাজার, রায়পুর, নরসিংদী।
৬/ বার আউলিয়া মাজার, চট্টগ্রাম।
৭/ কফিল উদ্দিন শাহ্ ওরয়ে কফা/ কোপ্পা পাগলার দরগা মাজার পারুলিয়া পলাশ,নরসিংদী।
৮। নুর আইস্যার দরবার শরীফ, গৌরিপুর, ময়মনসিংহ।
৯/ বাবা গোলাপ শাহের মাজার, জালিম খাঁর মোড়, রায়পুরা নরসিংদী।
১০/হযরত শাহ বদিউজ্জামান মুন্সি মাজার, কদুরখালি, বোয়ালখালী, চট্টগ্রাম।
১১/ বাবা আলি পাগলার মাজার, ৯ন ওয়ার্ড দক্ষিণ কুমারিয়া বাড়ি, মনসুর নগর, কাজিপুর, সিরাজগঞ্জ।
১২/ গরীব শাহ বাবার মাজার বকুলতলা, যশোদ
১৩/ মা জটালীর মাজার, বাংলা একাডেমি, ঢাকা।
১৪/ সনমান্দীর আয়না দরগা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
১৫/ বিগত স্পাম্প সুরেশ্বরী মাজার, চালুয়া, উপজেলা পলাশ, নরসিংদী।
আমরা আজকের এই মানব বন্ধন প্রতিবাদ সভা থেকে অন্তণতি কালিন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কালে পাঁচ) দফা দাবি উত্থাপন করছি:
১/ সকল মাজার বা দরবারে অগ্নি সংযোগকারি সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত হবে।
২/ বাংলাদেশের সকল প্রান্তে সুফিবাদ ধর্মীয় দর্শণের সিদ্ধ পুরুষ তথা পীর, মুর্শিদ, ওলী-আউলিয়া গণের সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে পবিশেষ নিরাপত্তা ব্যবস্থা” Special Security Act” সংযুক্ত করতে হয় গণমাধ্যম, পাবলিকেশন বা যেকোন প্রচার প্রকাশনায় পীর, মুর্শিদ, ওলী-আউলিয়াগনকে নেতিবাচক ভাবে উপা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য করতে হবে এবং বিচার ব্যবস্থায় এ ধরনের অপরাধের সুনিশ্চিত শাস্তির বিধান সংযুক্ত করতে হবে।
৪/ পীর, মুর্শিদ, ওলী-আউলিয়াগণকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কটাক্ষ করে মু একমাত্র জীবন বিধান পবিত্র আল-কোরআন’র অনুসরণ ব্যতিত আজগুবি মনগড়া বিধি-বিধান বা মতবাদে যে সকল প্রকাশনা ও পাঠ্য পুস্তক রয়েছে সেগুলোকে নিষিদ্ধ বা কালো তালিকা ভুক্ত করতে হবে। দরবার শরীফ ধর্ম অথবা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে রেজিষ্ট্রেশনের জন্য সরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে সকল মানবজাতির কল্যান হোক, মঙ্গলময় হোক নিরন্তর।