মোস্তাফিজুর রহমান (বিশেষ সংবাদদাতা): ষাট টাকা হাজিরায় আউটসোর্সিং এ উমেদার সোবহান রাজধানীর মহারাজা বনে গেছেন। দৈনিক ৬০ টাকা মজুরি রাজধানীর মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসের অস্থায়ী এই পদে চাকরি করে অদৃশ্য শক্তির ইশারায় হঠাৎ ফুলেফেঁপে কলাগাছ হয়ে উঠেছেন ।
তবে আব্দুস সোবহানের গল্পটা ভিন্ন। এই মজুরিতে ১০ বছর চাকরি করা সোবহান ও তাঁর পরিবার রাজধানীতে বাড়ি, একাধিক প্লট-ফ্ল্যাট ও গাড়ির মালিক। তাঁর স্ত্রী ও মায়ের আয়কর নথিতে ১৫ কোটি টাকা উল্লেখসহ বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে সোবহান, তাঁর স্ত্রী ও মায়ের নামে ১০টির বেশি বাড়ি-প্লটের তথ্য পাওয়া গেছে। আয়কর নথির বাইরেও রয়েছে বিপুল সম্পদ।
সূত্র বলছে , ‘উমেদার’ পদটিই যেন সোবহানের আলাদিনের চেরাগ। এ পদ ব্যবহার করে তিনি মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ, তদবির-বাণিজ্যসহ দলিলের শ্রেণি পরিবর্তন করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে টাকা কামিয়েছে। দলিল ও বালাম কাটা- ছেঁড়া ও পাতা পরিবর্তন করে অবৈধ আয়ের একটি বড় অংশ। সোবহানের মাসিক বেতনের বাইরে বিপুল পরিমাণ ঘুষবাণিজ্য রয়েছে। তাঁর কাছ থেকে প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যমের কয়েকজন কর্মীরা সুবিধা নিয়ে নিয়মিত সহযোগিতা করছেন।