শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

মাজার ভাঙচুর ঘঠনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
সেপ্টেম্বর ৬, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

 সাগর বাদশা ( স্টাফ রির্পোটার):  মাজার ভাঙচুর যারা করছে নিন্দার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ। সাগর বাদশা আজকের এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে আপনাদের উপস্থিতিকে আন্ততিক মোবারকবাদ জানাই। গণমাধ্যমে আপনারা ইতোমধ্যে জেনেছেন ৫ আগষ্ট, ১৪ রাষ্ট্রিয় ক্ষমতার পট পরিবর্তনের পরথেকে দেশব্যাপি সূফিবাদ বা তরিকাপন্থী জনগোষ্ঠির দরবার মাজারসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ধ্বংষযজ্ঞ সংগঠিত হয়েছে। ভাংচুর অগ্নিসংযোগ সন্ত্রাস মধ্যযুগিয় বর্বরতাকেও হার মানিয়েছে। আধ্যাত্মিক কবি, শাহ্ সুফি রেজা সারোয়ার রাজাজী রহঃ’র পবিত্র রওজা মোবারক ইতোপূর্বে কয়েকবার ভাংচুর তান্ডবের পর গত ৫আগষ্ট অগ্নি সন্ত্রাসের শিকার হয়েছে। এ ছাড়া দেশব্যাপি যে সকল দরবার বা মাজরে সন্ত্রাসী হামলা ভাংচুর অগ্নিসংযোগ করা তার কয়েকটি নাম এখানে উল্লেখ করা হল।

১। কফিল উদ্দিন শাহ্ ওরয়ে কফা/কোপ্পা পাগলার দরগা মাজারম পারুলিয়া পলাশ, নরসিংদী।

২। গরীব শাহ বাবার মাজারম বকুলতলা, যশোর।

৩। চাঁদপুরী দরবার শরিফ, লাকসাম, কুমিল্লা।

৪। খাজাবাবা শাহ্ সূফী আবুল হাসান চিশতী’র রওজা শরিফ তারের পুকুর, খুলনা।

৫। আক্কেল আলি শাহ্’র মাজার, রায়পুর, নরসিংদী।

৬। বার আউলিয়ার মাজার, চট্টগ্রাম।

৭। ওয়ায়েছিয়া দরবার শরীফ ঘিওর, মানিকগঞ্জ।

৮। নুর আইসার দরবার শরীফ, গৌরিপুর, ময়মনসিংহ।

৯। বাবা গোলাপ শাহের মাজার, জালিম খাঁর মোড়, রায়পুরা, নরসিংদী।

১০। হযরত শাহ্ বদিউজ্জামান মুন্সি মাজার, কদুরখালি, বোয়ালখালী, চট্টগ্রাম।

১১। বাবা আলি পাগলার মাজার, ৯নং ওয়ার্ড দক্ষিণ কুমারিয়া বাড়ি, মনসুর নগর, কাজিপুর, সিরাজগঞ্জ

১২। মালেক শাহ্ দরবার, উপজেলা- লাকসাম, কুমিল্লাহ।

১৩। মা জটালীর মাজার, বাংলা একাডেমি, ঢাকা।

১৪। সনমান্দীর আয়না দরগা, সোনারগাও, নারায়নগঞ্জ।

১৫। বিগচান আল সুরেশ্বরী মাজার, চালুয়া, উপজেলা- পলাশ, নরসিংদী। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে ৫(পাঁচ) দফা দাবি উত্থাপন করছি:-

১। আধ্যাত্মিক কবি, বিজ্ঞানী, গীতিকার শাহ্ সুফি রেজা সারোয়ার রাজাজী রং’র পবিত্র সকল মাজার বা দরবারে অগ্নি সংযোগকারি সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টাওনুলক শান্তি নিশ্চিত করতে হবে।

২। বাংলাদেশের সকল প্রান্তে সুফিবাদ ধর্মীয় দর্শণের সিদ্ধ পুরুষ তথা পীর, মুর্শিদ, ওলী-আওলীয়াগণের মাজার সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ ‘Special Security Act. সংযুক্ত করতে হবে।

৩। গণমাধ্যম, পাবলিকেশন বা যে কোন প্রচার প্রকাশনায় পীর, মুর্শিদ, ওলী-আওলীয়াগণকে নেতিবাচক ভাবে উপস্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য করতে হবে এবং বিচার ব্যবস্থায় এ ধরনের অপরাধের সুনিশ্চিত শান্তির ধারা বা বিধান সংযুক্ত করতে হবে।

৪। পীর, মুর্শিদ, ওলী-আওলীয়াগণকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কটাক্ষ করে, মুসলমানদের একমাত্র জীবন বিধান পবিত্র আল-কোরআন’র অনুসরণ ব্যতিত আজগুবি মনগড়া বিধি-বিধান বা মতবাদের আলোকে যে সকল প্রকাশনা ও পাঠ্য পুস্তক রয়েছে সেগুলোকে নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত করতে হবে। যেমন সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস- ‘লালসালু’

৫। মাজার বা দরবারশরীফ ধর্ম অথবা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশনের জন্য সরকারী উদ্যোগ গ্রহণ করতে হবে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

আমার দুই ভাই মাদ্রাসায় পড়েছে, আমি তাদের মৃত্যুতে উল্লাস করব?

সরকারে থাকতে থাকতে বিচারক সংকট ও লজিস্টিক সমস্যার সমাধান করে যাব: আইন উপদেষ্টা

রূপগঞ্জে তানযীমুল মাদারিসিল ক্বওমিয়্যাহ আঞ্চলিক শিক্ষা বোর্ডের বার্ষিক ফলাফল প্রকাশ

জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী গ্রেফতার

জলঢাকায় গোলনা ইউনিয়নে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার চাল বিতরণে অনিয়ম

অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: অধ্যাপক ড. ইউনূস

তারেক রহমানসহ বিএনপির রাজবন্দিদের মুক্তির দাবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ: জাতির শ্রদ্ধা ও সমর্পণের দিন