সাগর বাদশা ( স্টাফ রির্পোটার): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিয়াবাড়ি রোলার ইস্কেটিং ক্লাবের আয়োজন এক বিশাল রোলার স্কেটিং প্রতিযোগিতা।
রোলার স্কেটিং, দু-পায়ের খেলা। এ খেলায় প্রায় ২৫০ জন, বালক -বালিকা অংশগ্রহণ করে।প্রায় ১২০ জন মেয়ে এবং ১৩০জন ছেলে নিয়ে এ আয়োজন বিশাল আয়োজন,৪ থেকে ১৭ বছরের বালক-বালিকা বয়স ভিত্তিক ক্যাটাগরিতে এতে অংশগ্রহণ করে।
বাংলাদেশে অনেক স্পোর্টস এর মধ্যে স্কেটিং টাও অন্যতম। বাংলাদেশে এরি মাঝে আনাচে কোনাচে ছড়িয়ে পড়ছে এই খেলা টা জেলা শহর এবং উপজেলা গুলিতেও খেলাটা জনপ্রিয়তায় আকাশচুম্বি।