কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর যেসব স্থানে বেশি হামলা হয়েছে তার প্রায় প্রতিটি জায়গায়ই আনসার বাহিনীর ক্যাম্প ছিল। এসব ক্যাম্প ও রাজধানীতে ৩০টি আনসার গার্ড এবং রাজধানীর বাইরে ৪৪টি গার্ডে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এ ছাড়া তিনটি বড় গাড়ি ও ২০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
নাশকতায় আনসার বাহিনীর প্রায় ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অন্যদিকে নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বাহিনীর অংশ হিসেবে দায়িত্ব পালনকালে ৯৮ জন আনসার সদস্য আহত হয়েছেন। গত শুক্রবার মতিঝিলে দায়িত্ব পালনকালে জুয়েল শেখ (২২) নামের এক সদস্য নিহত হন। বিষয়টি নিশ্চিত করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা মো. রুবেল হোসাইন।