মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সাব্বীর হত্যা মামলায় আদালতে যুক্তিতর্ক উপস্থাপন জাকির খানের আইনজীবীর

প্রতিবেদক
স্বাধীন কাগজ
নভেম্বর ২৬, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সোলায়মান খান রাব্বি (বিশেষ সংবাদদাতা ):  নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বীর হত্যা মামলায় জাকির খানের খালাসের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আসামী পক্ষের আইনজীবী। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

যুক্তিতর্ক শেষে আইনজীবী গণমাধ্যম কর্মীদের জানান, সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় জাকির খানকে জড়িয়ে মামলা দায়ের করা হয়েছে, ঐ ঘটনার সময় সে সেই স্থানে ছিলোনা এমনকি দেশেও ছিলোনা। সেই মামলার যুক্তিতর্ক শুনানী চলছে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা এবং ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুনানী চলেছে।

কেনো আমাদের আসামী মামলা থেকে খালাস পাবেনা, সে নির্দোষ এবং কি কারনে খালাস পাবে তার ব্যাপারে যুক্তিতর্ক করেছি। তবে আজকে সময় শেষ হয়ে যাওয়ার কারনে আগামীকাল পূণরায় যুক্তিতর্ক করা হবে। এরপর রাষ্ট্র পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবেন। তারপরেই আদালত রায়ের জন্য একটি দিন ধার্য্য করবেন, সেই দিন মামলার রায় দেওয়া হবে। এদিকে প্রতিবারের ন্যায় এদিনও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে সকাল থেকে আদালত পাড়ায় হাজার হাজার নেতাকর্মীরা ভীড় জমায়।

এ সময় উপস্থিত ছিলেন, জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঋষিকেশ মন্ডল মিঠু,

জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি কাউসার আহমেদ, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সালেহ আহমেদ রনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মো শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হৃদয়, সহ-সভাপতি আজিজুল হক, দপ্তর সম্পাদক আদনান ইব্রাহিম, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন, মোঃ সুমন, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয়, সাধারণ সম্পাদক জুনায়েদ শুভ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল বেপারী, সহ-সভাপতি সোহাগ রাজ প্রমূখ।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কেলেঙ্কারি অভিযোগ এ জামালপুর জেলা, মাদারগঞ্জ শতদল সমবায় সমিতি লি: এর পরিচালক গ্রেফতার

জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না : মামুনুল হক

মক্কা থেকে ফিলিস্তিনিদের জন্য অঝোরে কাঁদলেন শফিকুল ইসলাম মাসুদ

নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, সপ্তাহ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত

চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য ৭ দিনই হাফ ভাড়ার সিদ্ধান্ত

মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে

হলগেটের তালা ভেঙে রাস্তায় ঢাবির নারী শিক্ষার্থীরা

লুটপাট হওয়া অর্থ ফেরাতে শ্রীলংকার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

একজন মানবিক সৎ ও নিষ্ঠাবান সমাজ সেবক সফল ব্যবসায়ী – নিজাম উদ্দিন

সাতক্ষীরা তালার ইসলামকাটি টু মনোহরপুর রাস্তাটি মরণফাঁদে পরিণত,দেখার কেউ নেই