মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

হত্যার ৩ বছর পর আদালতের নির্দেশে তদন্তের ভার দেওয়া হলো সিআইডি বরাবর

প্রতিবেদক
স্বাধীন কাগজ
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৩:৪৪ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সাভার সংবাদদাতা:  ঢাকার সাভারে দশম শ্রেণির ছাত্র রোহানুল ইসলাম রোহান (১৯) হত্যা হওয়ার  ৩ বছর পরও তদন্তে কোন অগ্রগতি হয়নি। ছেলে হত্যার বিচার চেয়ে এতদিন আদালতের বিভিন্ন মাধ্যম খুজতে থাকেন বাবা, অতপর সিআইডির কাছে মামলা হস্তান্তর করলেন মাননীয় আদালত।

মৃত রোহানের বাবা সোবাহান মিয়া  বলেন, আমার ছেলের হত্যাকাণ্ডে ৩ বছর পেরিয়ে গেলেও বিচার এখনো পেলাম না।  কয়েকজনকে আটক করা হলেও প্রধান আসামি তাকে এখনো আটক করা হয়নি। এই হত্যাকাণ্ডের সাথে একটি মেয়ে জড়িত ছিল, তাকে কেন আইনের আওতায় আনা হলো না।  আর যারা আটক হয়েছে তারা জামিনে বাহির কিভাবো হলো।আমার ছেলেকে কি কারনে হত্যা করা হয়েছে  আজও এর কোন জবাব পেলাম না। এর পরিপ্রেক্ষিতে আমি  আদালতে আবেদন করি যাতে মামলাটি পিবিআই অথবা সিআইডির কাছে  সুষ্ঠ তদন্তের জন্য হস্তান্তর করার হয়। এরপর আদালত  সিআইডির কাছে মামলাটি হস্তান্তর করেছেন।এই মামলায় তদন্ত ও আমার ছেলের প্রকৃত খুনিদের বের করার জন্য তদন্তকারী সংস্থা  সিআইডি বরাবর আশা করছি দ্রুতই  সঠিক ভাবে  তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনবে।

সোবাহান মিয়া  আরও বলেন,রোহানের শূন্যতা কিছুতে পূরণ হবেনা। রোহানের শোকে আমার স্ত্রী  মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে।  আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায়  আমার ছেলে রোহান হত্যা মামলার  তদন্ত ও বিচার কার্যকর হয়নি। আমাদের ছেলে হত্যার বিচার কার্যকর হলে হয়তো কিছুটা আমরা সান্তনা পাবো।

উল্লেখ্য,  ২০২১ সালের  ০৬ ফেব্রুয়ারি  রাত ৮টার দিকে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় মুড়ি মটকা রেস্তোরার সামনে রোহানুর ইসলাম রোহানকে ছুরিকাঘাত করে হত্যা করে হৃদয় ও সিয়ামসহ আরও ২০-২৫ জন তরুণ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সোবাহান মিয়া ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনের নামে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোন বিচার পাইনি নিহতের পরিবার।

সর্বশেষ - সংবাদ