মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

এফবিসিসিআইতে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জানুয়ারি ২৮, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে গত ২৫ জানুয়ারি সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান।  তিনি বলেন, খোলা দরপত্রের মাধ্যমে জ্বালানি কেনার পদক্ষেপ নেওয়া হয়েছে।  এতে করে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি কেনা যাবে।

সেমিনারে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নাগরিকদের জীবনযাত্রার মান মান উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) নির্বাহী পরিচালক আলমগীর মোরসেদ। সেমিনারটি আয়োজন করায় এফবিসিসিআইকে ধন্যবাদ জানান তিনি।

সেমিনারে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ, স্রেডা চেয়ারম্যান খন্দকার মো. আব্দুল হাই, অধ্যাপক ইজাজ হোসেন, সিএবির জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - সংবাদ