রাজধানীর বাজারে সবজির চড়া দামের সঙ্গে চলতি সপ্তাহে ডিম, মুরগি ও গরুর মাংসের দামও বেড়েছে। বিশেষ করে ব্রয়লার বাদে সব ধরনের মুরগির দাম ঊর্ধ্বমুখী। ডিমের দামেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া, সপ্তাহ ব্যবধানে গরুর মাংসের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার (১৬ মে) রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা, রামপুরা, সেগুনবাগিচা, মগবাজারসহ বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে এই মূল্যবৃদ্ধির চিত্র।
সবজির দাম: ৫০ টাকার নিচে কিছুই নেই
সবজির বাজারে আলু মানভেদে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ৫০ টাকার নিচে আর কোনো সবজি নেই।
মুরগির দাম: সোনালি, লাল লেয়ার ও দেশি মুরগিতে উল্লম্ফন
গত সপ্তাহের তুলনায় বাজারে সোনালি, লাল লেয়ার ও দেশি মুরগির দাম বেড়েছে। ব্যবসায়ীদের মতে, গরমে খামারে মুরগির মৃত্যু বাড়ায় সরবরাহ কমেছে, ফলে দামও বেড়েছে।
বর্তমান বাজারদর:
ডিমের দাম: সরবরাহ কম, দাম বাড়ছে
ডিমের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
পাড়া-মহল্লার দোকানগুলোতে ডজন প্রতি আরও ৫-১০ টাকা বেশি দিতে হচ্ছে। বিক্রেতাদের দাবি, গরমে ডিম নষ্ট হওয়ায় সরবরাহ কমছে, ফলে দামও বাড়ছে।
গরুর মাংসের দাম: কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে
খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও গরুর মাংসের দাম বেড়েছে:
ব্যবসায়ীরা জানিয়েছেন, কোরবানির জন্য খামারিরা গরু কম বিক্রি করছেন, ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে।