শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

মাছ-মুরগির বাজার চড়া, সবজিতে স্বস্তি

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ডিসেম্বর ২৭, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বাজারে সবজির দাম কমলেও মাছ ও মুরগি চড়া দামে বিক্রি হচ্ছে। এতে হতাশ ক্রেতা সাধারণ। সবজির দাম কম হওয়ায় কিছুটা স্বস্তি দেখা গেছে অনেকের মধ্যে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, বসুন্ধরা, মিরপুর, হাতিরপুল, জিগাতলা ও মিরপুরসহ বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৭০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, মুলা ২০ থেকে ৩০ টাকা, লতি ৬০ টাকা, পটোল ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, ক্ষিরাই ৫০ টাকা, টমেটো ১২০ থেকে ১৩০ টাকা, শিম ৪০ থেকে ৫০ টাকা, শালগম ২৫ থেকে ৩০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি ধনেপাতা ৩০ টাকা, পেঁয়াজের কালি ৩০ থেকে ৪০ টাকা, নতুন আলু ৫০ টাকা ও পুরাতন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আর মানভেদে প্রতি পিস ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা ও প্রতিপিস লাউ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি কাঁচামরিচ ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পাটশাক ১০ থেকে ১৫ টাকা, পুঁইশাক ৩০ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ১০ টাকা, ডাঁটাশাক ১০ থেকে ১৫ টাকা, কলমিশাক ১০ টাকা ও পালংশাক বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।

মাছের বাজারে দেখা গেছে, প্রতি কেজি রুই ৩৮০ থেকে ৪৫০ টাকা, কাতল ৪০০ থেকে ৪৮০ টাকা, চাষের শিং ৫৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২৪০ থেকে ২৮০ টাকা, কোরাল ৭৫০ থেকে ৮০০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৭০০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২৩০ টাকা ও তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এছাড়া এক কেজি বোয়াল ৭৫০ থেকে ৮০০ টাকা, পোয়া ৪৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকা, আইড় ৮৫০ থেকে ৯০০ টাকা, দেশি কৈ এক হাজার ৩০০ টাকা থেকে এক হাজার ৭০০ টাকা, শিং এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকা, শোল ৯০০ থেকে এক হাজার টাকা এবং পাঙাশ বিক্রি হচ্ছে ৯০০ থেকে এক হাজার ২০০ টাকায়। ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে দুই হাজার ২৫০ টাকা। দেড় কেজি ওজনের ইলিশ তিন হাজার ২০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ দুই হাজার টাকা হারে, আর ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ৪০০ টাকা ও ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে এক হাজার টাকায়।

মুরগির বাজারও চড়া।  বাজারে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি দেশি মুরগি ৫৫০ থেকে ৬০০ টাকা, সাদা লেয়ার ২৩০ থেকে ২৪০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬৫০ টাকায়।

মাংসের বাজারে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি খাসির মাংস এক হাজার ৫০ টাকা থেকে এক হাজার ১০০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে এক হাজার টাকায়।

অপরদিকে ডিমের আড়তে দেখা গেছে, প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ২৩৫ থেকে ২৪০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কর্মবিরতিতে কমলাপুর স্টেশনে সোয়া কোটি টাকার ক্ষতি

জাতীয় বিপ্লব ও সংহতী দিবস উদযাপন উপলক্ষে রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

জুলাই-আগস্টে হত্যাকাণ্ডে ক্ষমা চাইল পুলিশ

নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নকলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া জেলা পুলিশের অভিযানে ৭২ পিস ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজারে জেলা বিএনপির ১০টি ইউনিটের কমিটি অনুমোদন

ডিম-তেল-চিনি আমদানিতে ভ্যাট-শুল্ক কমলো

যুবদল নেতা হত্যা: শমসের মবিন কারাগারে

হাসপাতালের বেডে শুয়ে প্রধান উপদেষ্টা হওয়ার সংবাদ পান ড. ইউনূস