বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ডিম-তেল-চিনি আমদানিতে ভ্যাট-শুল্ক কমলো

প্রতিবেদক
স্বাধীন কাগজ
অক্টোবর ১৭, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বাজারে ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বাড়িয়ে এসব নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে চায় সরকার। এ লক্ষ্যে চিনি ও ডিমের আমদানি শুল্ক এবং ভোজ্যতেলের আমদানি ও স্থানীয় পর্যায়ের ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য জানান।

তিনি বলেন, ডিমের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে আমদানি পর্যায়ে প্রতি ডজন ডিমের মূল্য ১৩ টাকা ৮০ পয়সা কমবে। ডিম আমদানিতে এ অব্যাহতি সুবিধা ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

সৈয়দ এ মু’মেন আরও বলেন, আমদানি শুল্ক কমানোর ফলে বাজারে ডিমের সরবরাহ বাড়বে এবং ভোক্তা পর্যায়ে ডিমের দাম কমবে। ডিম ব্যবহারকারী বিভিন্ন শিল্প যেমন কনফেকশনারি, বেকারি, ডিম নির্ভর খাদ্য উৎপাদক শিল্পের খরচ কমবে এবং বাজারে স্বস্তি ও ভারসাম্য ফিরে আসবে।

এছাড়া পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদক পর্যায়ে আরোপ করা ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপ করা ৫ শতাংশ মূসক অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম তেল, পরিশোধিত পাম তেলে এবং পরিশোধিত সয়াবিন তেল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ের মূসক ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ভোজ্যতেলের এ অব্যাহতি সুবিধা মিলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা বলেন, আমদানি পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর হ্রাস এবং প্রত্যাহার করার ফলে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য বাড়লেও দেশে তা সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

এ মু’মেন বলেন, গত ৮ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত চিনির ওপর বিদ্যমান নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রায় ৫০ শতাংশ কমানো সত্ত্বেও বাজারে পরিশোধিত চিনির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে এনবিআর এক সপ্তাহের মধ্যে পুনরায় পরিশোধিত চিনির ওপর বিদ্যমান আমদানি শুল্ক প্রতি টনে ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফের শেয়ারবাজারে বড় দরপতন

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মত বিনিময়

ব্যাংক কর্মকর্তা অনুজ দাশের নির্দেশে প্রতারক মোস্তফা ও সাইদুল গংরা সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী মাস্তান দিয়ে ফরিদুল আলম কে অপহরণের চেষ্টা

রোজার ঈদে ‘বউয়ের বিয়ে’

গুজবে ভরা ভারতীয় মিডিয়া, টিভি চ্যানেল নাকি সার্কাস? (ভিডিও)

ভূমিকম্প: মিয়ানমারে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল

ক্ষমতার দাপটে ব্যবসায়িক পার্টনারকে পল্টি, জেলা প্রশাসক ও থানায় ভুক্তভোগীর অভিযোগ

যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান: দুদু

বেলিংহামের গোলে ইউরোতে দুর্দান্ত শুরু ইংল্যান্ডের

৫ বছরের কম বয়সী শিশুদের মল পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা নির্ণয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত