কয়েক বছর ধরেই ভাঙা-গড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। পুরোনো সদস্য অনেকেই দল ছেড়েছেন, নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি। ব্যান্ডের বয়স দুই যুগ হতে চলেছে।
এই দীর্ঘ সময়ে মাত্র তিনটি অ্যালবাম প্রকাশ করেছেন তারা। দুই বছর আগে চতুর্থ অ্যালবামের ঘোষণা দিয়েছিল চিরকুট। জানিয়েছিল, ‘পেন্ডুলাম’ নামের অ্যালবামের কাজ শুরু করেছেন। এবার প্রকাশ্যে সে অ্যালবাম। তবে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভালোবাসাসমগ্র’।
সম্প্রতি ‘দামি’ শিরোনামে এর প্রথম গান প্রকাশ হয়েছে। গানটি মিউজিক ভিডিও আকারে চিরকুটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শেয়ার করা হয়েছে।
এ প্রসঙ্গে শারমিন সুলতানা সুমি বলেন, ‘আমি যতটুকু পৃথিবী দেখছি, আমার কাছে মনে হয়েছে, ভালোবাসা সবচেয়ে বড় এনার্জি। ভালোবাসা ছাড়া আমাদের কিছু বলার নাই, কিছু করার নাই। গানে গানে এটাই আমাদের ভাষা হোক। এ কারণেই আমাদের অ্যালবামের নাম রেখেছি ভালোবাসাসমগ্র।’