দুইবাংলার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি আজ (১৮ জুলাই) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। জয়ার বিপরীতে এতে অভিনয় করেছেন চন্দন রায় স্যানাল। ‘ডিয়ার মা’ মূলত মা ও মেয়ের সম্পর্কের গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে।
সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, ‘সত্যিই আজকের দিনটি আমার জন্য বিশেষ। আজ “ডিয়ার মা” মুক্তি পাচ্ছে। দর্শকদের প্রতি আমার ভালোবাসা। দর্শকরা “ডিয়ার মা” ভালোভাবে গ্রহণ করলে পরিশ্রম সার্থক হবে। এই সিনেমায় আমরা যারা অভিনয় করেছি, পর্দার পেছনে যারা কাজ করেছেন, সবাই দারুণ কাজ করেছেন। পুরো টিম ভালো করেছে।’
নিজের চরিত্র নিয়ে জয়া আহসান বলেন, ‘এবার মায়ের চরিত্রে অভিনয় করেছি। কতটুকু করেছি তা দর্শকরা বলবেন। আমি বলব, চমৎকার একটি গল্পে কাজ করেছি। আরও বলতে চাই, মায়ের চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন। এমন চরিত্রে প্রথমবার কাজ করেছি।’
কলকাতায় বিভিন্ন স্থানে সিনেমাটির প্রচারে অংশ নিচ্ছেন জয়া। এরই মধ্যে ‘ডিয়ার মা’ সিনেমার বিলবোর্ড ও পোস্টারে কলকাতা শহর ছেয়ে গেছে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ওয়ালে শেয়ার করেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন।
জয়া আহসান বর্তমানে কলকাতায় ‘অর্ধাঙ্গীনি’ নামের নতুন একটি সিনেমার শুটিং করছেন। অন্যদিকে তার অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ কলকাতায় শিগগির মুক্তি পাবে বলে জানা গেছে।
গত ঈদুল আজহায় জয়া অভিনীত ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবার নজর কাড়েন এ অভিনেত্রী।