শনিবার , ১৭ মে ২০২৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

কুরবানির ঈদেও চালকের আসনে বুবলী

প্রতিবেদক
স্বাধীন কাগজ
মে ১৭, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা শবনম বুবলী। টানা কয়েকবছর ধরেই ঈদে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে। অর্থাৎ ঈদ মানেই যেন বুবলী অভিনীত সিনেমা। অবশ্য বর্তমান সময়ে তিনি ব্যতিত এমন কোনো নায়িকার দেখা মেলেনি, যে প্রতি ঈদে সিনেমা দিতে পেরেছেন।

গত ঈদ-উল-ফিতরেও তার দুইটি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও, শেষ প্রান্তে এসে একটি পিছিয়ে যায়। মুক্তি পেয়েছিল শুধু ‘জংলি’ নামের একটি সিনেমা। যা এখনোও দেশ ও দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে। তবে প্রেক্ষাগৃহে একটি সিনেমা মুক্তি পেলেও, বুবলী অভিনীত ‘ছায়া’ নামে আরও একটি সিনেমা ওটিটিতে মুক্তি পেয়েছিল। বলা যায়, ওটিটি ও প্রেক্ষাগৃহ দুই মাধ্যমেই ঈদে মাতিয়েছেন এ নায়িকা।

আসন্ন কুরবানির ঈদেও প্রেক্ষাগৃহে আসছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘পিনিক’ নামে একটি সিনেমা। এর নির্মাতা জাহিদ জুয়েল জানিয়েছেন, আসন্ন ঈদেই এটি মুক্তি দেবার পরিকল্পনা করছেন। তবে এবারের ঈদ যেন বুবলী তথা তার ভক্তদের জন্য একটু বিশেষ। কারণ, এ ঈদে নায়িকা পরিচয়ে নয়, হাজির হতে চলেছেন এক ব্যতিক্রম বুবলী।

প্রথমবার খলনায়িকা অর্থাৎ নেতিবাচক চরিত্রে পর্দায় আসছেন তিনি। এটি অভিনেত্রীর কাছেও নতুন এক অভিজ্ঞতা বলে জানিয়েছেন। তাই দর্শকদের পাশাপাশি অভিনেত্রীও অপেক্ষায় রয়েছেন সিনেমাটি মুক্তির জন্য।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘ঈদে সিনেমা মুক্তি পাওয়াটা একজন শিল্পীর জন্য বড় ব্যাপার। সেদিক থেকে গত কয়েক বছর ধরে প্রতি ঈদে আমার সিনেমা মুক্তি পাওয়া আমার ক্যারিয়ারেরই উল্লেখযোগ্য ঘটনা। মুক্তি প্রতিক্ষিত ‘পিনিক’ সিনেমায় ক্যারিয়ারের সব থেকে ব্যতিক্রমী বুবলীকে আবিষ্কার করতে পারবেন দর্শক। তাই এটি নিয়ে আমারও আগ্রহের কমতি নেই। দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করার অপেক্ষায় রয়েছি।’

নির্মাতা জানিয়েছেন, থ্রিলার, সাসপেন্স ও অ্যাকশনে ভরপুর সিনেমাটিতে প্রাধান্য পেয়েছে জিঘাংসা, প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের গল্প। এতে বুবলীর সঙ্গে রয়েছেন আদর আজাদ। এটি এ জুটির তৃতীয় কাজ। এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি সিনেমায় কাজ করেছেন তারা।

এদিকে সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে বুবলী অভিনীত আরও একটি সিনেমা, ‘সরদার বাড়ির খেলা’। এটির পুর্বের নাম ছিল ‘পুলসিরাত’। আপত্তির মুখে এর নাম পরিবর্তন করা হয়। নতুন নামেই সেন্সর হয়েছে এটি। নির্মাতা রাখাল সবুজ জানিয়েছেন, এটিও আসন্ন ঈদে মুক্তি দিতে চান। এতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। সবকিছু ঠিক থাকলে এবার কুরবানী ঈদেও প্রেক্ষাগৃহে বুবলীর দুইটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। অন্যবারের মতো এবারও হয়তো চালকের আসনেই থাকবেন এ অভিনেত্রী।

প্রসঙ্গত, আসন্ন ঈদে মুক্তির মিছিলে রয়েছে নয় সিনেমা। বুবলীর দুই সিনেমা ছাড়াও রয়েছে ‘তুফান’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘নাদান’, ‘টগর’, ‘উৎসব’, ‘এশা মার্ডার : কর্মফল’। এসব সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, শাকিব খান, মোশাররফ করিম, জাহিদ হাসান, আরিফিন শুভ, সাবিলা নূর, শরিফুল রাজ, আজমেরী হক বাঁধন, তাসনিয়া ফারিণ, পূজা চেরি, সাদিয়া আয়মানসহ অনেকেই। এছাড়া মুক্তির তালিকায় আরও কয়েকটি সিনেমার নামও যোগ হওয়ার গুঞ্জন রয়েছে।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত