সাগর বাদশা ( স্টাফ রির্পোটার): বাংলাদেশের কোকিল কন্ঠের অধিকারী পুতুল দেওয়ান এই সিজনে গান করতে পারবে না। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেছে। এবং যেই আগের বায়না নেওয়া ছিল এগুলা কমিটিদের কে ফিরিয়ে দিচ্ছে। গান গাইতে গিয়ে হঠাৎ করে স্টেজেই অসুস্থ হয়ে যান পুতুল দেওয়ান।
বিপক্ষে শিল্পী কাজল দেওয়ান অসুস্থতা দেখে তাকে বাসায় পাঠিয়ে দেয় স্টেজ থেকে।
তখনই পুতুল দেওয়ান চিকিৎসা নেন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার বলেছে তিন মাস ঘর থেকে বের হতে পারবে না এবং কোন ওজনের কাজ করতে পারবে না তিন মাস রেস্ট করতে হবে।
সম্মানিত বাউল গানের ভক্ত ও কমিটিবিন্দদের উদ্দেশ্যে কিছু কথা আমি আজ কয়েক দিন যাবত অসুস্থ তাই ডাক্তার আমাকে বলেছে আপাতত প্রোগ্রাম বন্ধ রাখার জন্য তাই আমি গত কাল রাতে লাইভে এসে বলেছি , এই সিজেন আমি গান না করার সম্ভাব নাই বেশি । এবং যাদের গান রেখেছিলাম তাদের বায়না কৃত অর্থ আমি পৌঁছে দেবো বলেছি ।
অধিকাংশ দিয়েও দিয়েছি আর যারা বায়না করার জন্য ফোন দিচ্ছেন কারো বায়না আপাতত রাখছি না আমি জানি একটা প্রোগ্রাম করতে কমিটিদের কতটা কষ্ট হয় এখন আমার যে পরিস্থিতি আমার পক্ষে ও গান গাওয়াটা সম্ভব না ।
কিন্তু খুব কষ্টের বিষয় কিছু কিছু কমিটি বিষয়টা মানতে রাজি না তারা বলে আপনি প্রয়োজনে এসে আমাদের মঞ্চে বসে থাকবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আমি যদি আপনাদের মঞ্চ পর্যন্ত যেতে পারতাম তবে দুই একটা গানও গাইতে পারতাম কিন্তু ডাক্তার আমাকে ঘর থেকে বাহির হওয়ার জন্য নিষেধ করেছে ।
তারপরও যদি আপনারা না বুঝেন তাহলে আমার কিছু করার নেই দয়া করে একটু বোঝার চেষ্টা করুন আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন তাই বলবো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি সুস্থ হলে আল্লাহ চায়তো আবার দেখা হবে ।