বাসায় ফিরেছেন নিখোঁজ হওয়া লাক্স তারকা প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে তিনি নিজে বাসায় এসেছেন বলে কালের কণ্ঠকে জানিয়েছেন অভিনেত্রী।
প্রসূন আজাদ বলেন, ‘আমার আব্বুকে পাওয়া গেছে। কিছুক্ষণ আগে বাসায় এসেছেন।
কোথায় ছিলেন তিনি এবং বাসায় কিভাবে পৌঁছেছেন, এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, ‘আব্বু মালিবাগের বাসায় এসেছেন ১০ মিনিট হবে। এখনো সেভাবে তার সঙ্গে কথা বলতে পারিনি। কারণ, পুলিশ এসেছেন, তারা উনার সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ পর বিস্তারিত বলতে পারব।
এর আগে গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে আজাদ হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিলেন তার মেয়ে প্রসূন আজাদ। এরপর আজ শনিবার দুপুরে শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।