একটা সময় তুমুল ক্রেজ ছিল নায়লা নাঈমের। শোবিজ দুনিয়ার ঝলমলে আলো থেকে অনেকটাই সরে গেছেন তিনি। তবে সামাজিক মাধ্যমে তাঁর কাজ দেখা যায়, নিয়মিত সেসবের আপডেট জানান।
যারা নায়লা নাঈমকে চেনেন তারা জানেন এই মডেল প্রাণীপ্রেমী।
আফতাবনগর বনশ্রী এলাকায় নিয়মিত কুকুরদের খাবার দেন। তবে এই খাবার দিতে গিয়ে বিপত্তি তৈরি হয়। নায়লা নাঈম দেখলেই সবাই ছুটে আসে, সেলফি তোলার জন্য। যখন কুকুর বা অন্য প্রাণীদের খাবার দেন তখনও এই ঘটনা ঘটে।
এটা না করার জন্য ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন আলোচিত মডেল।
তিনি বলেন, ‘ আমি যখন কুকুর-বিড়ালকে খাবার দিই তখন আপনারা যারা আমাকে সেলফি তোলার জন্য বিরক্ত করেন, আপনারা একটু শুনে রাখুন আমি আসলেই প্রচণ্ড রকম বিরক্ত হই। কারণ বাচ্চারা অনেক ক্ষুধার্ত থাকে তারা হাউকাউ শুরু করে খাবারের জন্য। এমন অবস্থায় আমি অবশ্যই আপনার সাথে ছবি তোলার জন্য কোনোভাবেই রেডি থাকব না।
নায়লা নাঈম বলেন, ‘তাও বিরক্তি নিয়ে আমি কিন্তু হাসিমুখে উত্তর দিই—স্যরি ভাইয়া, আমি এখন বাচ্চাদের খাবার দিচ্ছি পরে অন্য এক সময় তুলব। তার চেয়ে বড় কথা খাবার দেওয়ার সময় যারা আশপাশে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন জেনে রাখুন আমার কিন্তু মেজাজ খুব খারাপ। কুকুরগুলা লেলিয়ে দেব আপনাদের পা** কাম*ড়ে দেওয়ার জন্য। আশা করি, আপনাদের কিছু বোধদয় হবে।