শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সারাক্ষণই ভূমিকম্প অনুভব করেন পরীমনি

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জানুয়ারি ২৪, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার মধ্যরাতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র কম্পনে সবকিছু কেঁপে উঠে। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি তা।

ভূমিকম্প মধ্যরাতে হওয়ায় তখন প্রায় সবাই ঘুমে ছিলেন। কেউ কেউ আবার জেগে ছিলেন। এ কারণে কেউ ভূমিকম্প বুঝতে পেরেছেন, আবার কেউ বুঝতে পারেননি। তবে যারা বুঝতে পেরেছেন, তারা ভূমিকম্পের সময় নড়েচড়ে বসেছেন।

অনেকেই আমার সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। এ থেকে বাদ যাননি শোবিজ তারকারাও। ভূমিকম্পের পরই এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার এমন ভার্টিগো যে, ভূমিকম্পও টের পাই না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প অনুভব হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে…! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।’

এদিকে দীর্ঘদিন ধরেই ভার্টিগোর সমস্যায় ভুগছেন চিত্রনায়িকা পরীমনি। এ সমস্যা তার নতুন নয়। তার এ সমস্যার বিষয়টি নতুন করে পোস্টে উঠে আসায় দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।

ভার্টিগো হচ্ছে মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি হওয়া। এ কারণে মাঝে মধ্যেই এর চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে ছুটতে হয় এ অভিনেত্রীকে।

সর্বশেষ - সংবাদ