বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

আমি ভীষণ আশাবাদী একজন মানুষ- নিজাম উদ্দিন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

 ফয়সাল রায়হান : দেশের গণঅভ্যুত্থান বা বিপ্লব পরিস্থিতিতে কিভাবে কাটছে আপনার দিনগুলো?

নিজাম উদ্দিন :   ৫ ই আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার বিপ্লবের বজ্রধ্বনিতে একটি শ্বৈরশাসকের পতনের পর   দেশ ও জাতি ১৬ বছরের স্বাস- রুদ্ধকর পরিস্থিতি হইতে মুক্তি পেয়েছে, আমিও মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে একজন।

ফয়সাল রায়হান : কোনো ধরনের অস্থিরতা কাজ করে কি?

নিজাম উদ্দিন :    না কোন ধরনের অস্থিরতা কাজ করছে না। তবে যতক্ষণ না বৈষম্যহীন এবং ইনসাফপূর্ণ  একটি রাষ্ট্র না পাবো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ স্বস্তি পাবোনা।

ফয়সাল রায়হান :  দীর্ঘদিন ধরে ব্যবসা ও সমাজ সেবায় জড়িত আছেন,  কতটা ভালোবাসা ও আনন্দ নিয়ে এই কাজটি করছেন?

নিজাম উদ্দিন: সৃষ্টির সেরা জীব হিসাবে ব্যবসা এবং সমাজ সেবা  দুইটি আমার নিকট খুবই গুরুত্বপূর্ণ। অতএব দুইটিতে আমি  খুবই আনন্দ ও স্বাচ্ছন্দ বোধ করি।

ফয়সাল রায়হান :  ব্যবসায়ীক হিসেবে জীবনের শুরুটা বিষয়ে কিছু জানতে চাই।

 

 নাজিম উদ্দিন : একজন ব্যবসায়ী হিসেবে শুরুটা ছিল অনভিজ্ঞ এবং অপরিপক্ষ এতে করে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি। পরবর্তীতে অভিজ্ঞতার সাথে সাথে ক্ষতি গুলো কেটে উঠতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ।

ফয়সাল রায়হান: ব্যবসা ও সমাজ সেবায় জীবনের এই পর্যায়ে এসে নিজেকে কতোটা তৃপ্ত মনে হয়?

নিজাম  উদ্দিন: সাধারণত ব্যবসা নিজের জন্য, মানুষ হিসাবে বিবেকের  দায়বদ্ধতাকে সামনে রেখে সমাজ সেবায় সাধ্যাঅনুযায়ী সবসময় নিয়োজিত ছিলাম।এই মুহূর্তে ব্যবসা ও মানব সেবা দুই টিকে তৃপ্তিদায়ক মনে করছি।

ফয়সাল রায়হান:  একজন  ব্যবসায়ীক ও সমাজ সেবায় জীবনে নিয়মানুবর্তিতা কতোটুকু

নিজাম  উদ্দিন: মানব জীবনে ব্যবসা ও সফলতার জন্য শতভাগ পূর্বশর্ত হলো নিয়মানুবর্তিতা।

ফয়সাল রায়হান: ভাষার মাস সর্ম্পকে কিছু জানতে চাই্?

নিজাম উদ্দিন :    ৫২’এর ভাষা আন্দোলন বাঙালি জাতির একটি  রক্তস্নাত  অবিস্মরণীয় ঘটনা। মাতৃভাষার জন্য এত ত্যাগ ও কুরবানী বাঙালি জাতির একটি গৌরব উজ্জ্বল ইতিহাস। ৫২’এর ভাষা আন্দোলন আমাদেরকে পৃথিবীতে একটি গর্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত  করেছেন।

ফয়সাল রায়হান: এই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কি   প্রত্যাশা?

নিজাম  উদ্দিন :    আমি ভীষণ আশাবাদী একজন মানুষ  ,গোলামির জিঞ্জির হইতে  মুক্তির লক্ষ্যে  ৫ই আগস্ট ২৪’ ছাত্র জনতার  রক্তস্নাত বিপ্লবের পর বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। যদি সকল রাজনীতিবিদগন  দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হতে পারে।

ফয়সাল রায়হান: আপনাকে ধন্যবাদ।

নিজাম  উদ্দিন :    আপনাকেও ধন্যবাদ।

এক নজরে  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মো: নিজাম উদ্দিন

(১)স্বত্বাধিকারী, শীতল এন্টারপ্রাইজ, এলপি গ্যাস ব্যবসা।

(২)সহ-সভাপতি ‌‌: ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান  ওয়েলফেয়ার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ মহানগর

(৩)সাংগঠনিক সম্পাদক : নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি

(৪)অ্যাসোসিয়েট মেম্বার : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।

(৫)মহাসচিব : মানব কল্যাণ পরিষদ।

 

সর্বশেষ - সংবাদ