সম্প্রতি ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে হিজবুল্লাহ ও ইরান। একের পর এক হামলা পাল্টা হামলায় নিহত হচ্ছে বহু মানুষ। যেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। আর এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
ইসরাইল লেবাননে নতুন করে বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ জানিয়েছে চীন। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং, বুধবার নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ের সময় বলেছেন, ইসরাইল-লেবানন সংঘাতে সহিংসতার চক্র বন্ধ করতে জাতিসংঘের স্পষ্ট এবং দৃঢ় দাবি জানানো দরকার।
ফু কং আরও বলেন, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা পরিষদ প্রাথমিক দায়িত্ব বহন করে। কাজেই এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল পক্ষকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসতে হবে।’