ইমন আলি ( রিয়াদ সংবাদদাতা সৌদি আরব): যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সৌদি আরব রিয়াদ শাখার উদ্যোগে, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে যাকাত ব্যবস্হাপনার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।
সান সিটি মেডিকেল সেন্টারের এম ডি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ফাউন্ডেশনের আহবায়ক মোঃ সালাউদ্দিন ও যুগ্ম আহবায়ক আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন ইনভেস্টর সাইফুল ইসলাম আলোচনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল হাসেম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক আহমেদ চাঁন, মোঃ বাকের হোসেন, এবং পারভেজ হোসাইন ইয়াসিন সভায় সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন