মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

রিয়াদে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে জমকালো আয়োজনে ৫৪তম বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ডিসেম্বর ৩১, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ইমন আলী, (রিয়াদ, সংবাদদাতা সৌদিআরব):  সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে ৫৪ তম বিজয় উদযাপন করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠিত হয়েছে এনটিভি দর্শক ফোরামের নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-২৪ রিয়াদের স্থানীয় ২৮ নম্বর এক্সিটে স্থানীয় কমিউনিটি সেন্টারে মনোরম পরিবেশে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরাবরের মতোই এ আয়োজনে স্পনসর হিসেবে এনটিভির সঙ্গে ছিল রিয়াদের বাথা সানসিসি মেডিকেল সেন্টার ,রিয়াদ ফুড হাউজ,আল মদীনা ফ্যাশন হাউজ,গলফ টুলেডো রেষ্টুরেন্ট,অনলাইন পোটাল আলোচিতা বার্তা ।

অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন দর্শক ফোরামের সভাপতি ইনভেস্টার সাকিবুল ইসলাম।

এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল মদীনা ফ্যাশন হাউজের এমডি ইনভেস্টার লায়ন ইসমাইল হোসেন, প্রধান বক্তা ছিলেন বাথা সানসিটি মেডিকেল এর এমডি আবদুল্লাহ আল মামুন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনটিভি দর্শক ফোরামের নব নির্বাচিত সাধারণ সমপাদক আলী হাছান কিরন,সিনিয়র সহ:সভাপতি শেখ বাদল,যুবনেতা একেএম ফরিদ,রিয়াদ মহানগর এনটিভি দর্শক ফোরাম সভাপতি শপন হাওলাদার, রিয়াদে এনটিভি পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত এ বিশাল আয়োজন প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। জাতীয় সংগীত ও বিজয়ের গান দিয়েই অনুষ্ঠানের সূচনা করা হয়।

সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন দেশ বরেন্য এনটিভির জনপ্রিয় সংবাদ পাঠিকা মোহসেনা শাওন।

এতে ঢাকা থেকে আগত জনপ্রিয় শিল্পী রাকা জার’র গান উপভোগ করেন প্রবাসী বিপুল সংখ্যাক দর্শক। এ ছাড়া কবিতা, গণ-সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা । শেষে ছিল নৈশ্যভোজ। পরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়া সব শিল্পী ও স্পনসর দের এনটিভি লগুযুক্ত মগ উপহার দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় পতাকা ও এনটিভি লোগোযুক্ত বাহারি সাজে সাজানো হয়েছিল মঞ্চ।

অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ-বিদেশে এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ, গান, নাটকসহ সার্বিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন প্রবাসী বিশিষ্ট জনরা।আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া গয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান বক্তাকে বিজয় দিবস সন্মাননা দেওয়া হয় দর্শক ফোরামের পক্ষ থেকে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবাসী ব্যাবসায়ী,রাজনীতিবিদ, লেখক কবি,ও সাংবাদিকরা।শত শত প্রবাসী পরিবার অংশগ্রহণ করেন বিশাল এ আয়োজনে। বাংলাদেশ প্রবাসী সাংবাদি ফোরাম (বাপ্রসাফ)ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ আনন্দ আয়োজন।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

তারকাঁটাযুক্ত জুতা পরিয়ে হাটতে বাধ্য করতেন এসপি মহিউদ্দিন

প্রশ্নফাঁসের সব টাকা খরচ করেছেন আল্লাহর রাস্তায়, দাবি আবেদ আলীর

ঢাবিতে হামলা: শেখ হাসিনাসহ ৩৯১ জনের নামে মামলা

নতুন দেশ গড়ার প্রত্যয়ে স্মরণ শ্রেষ্ঠ সন্তানদের

পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে: পররাষ্ট্রমন্ত্রী

সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে : তথ্য উপদেষ্টা

বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

নগরকান্দায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

ইতিক্বাফ শেষে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ জামায়াত আমিরের

২নং কড়ইচড়া ইউনিয়নে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়