ইমন আলি ( রিয়াদ সংবাদদাতা সৌদি আরব): অনুষ্ঠানটি অধ্যাপক জহিরুল ইসলাম এর সঞ্চালানয় সভাপতিত্ব করেন বিওডি চেয়ারম্যান জনাব মোহাম্মদ শোয়াইব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কনস্যুলার মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এ্যাটাচি বিগ্রেডিয়ার জেনারেল জনাব মোহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কিং সালমান ইউনিভার্সিটির প্রফেসর জনাব মহসিন কাজী, ফাইনান্স ডাইরেক্টর জনাব মুহাম্মদ আমিনুল হুদা, একাডেমিক ডাইরেক্টর জনাব মো: ইউসুফ আলী ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব রকিবুল আলম,উপাধ্যক্ষ জনাব মুহাম্মদ দিলওয়ার হুসাইন ও ভাইস প্রিন্সিপাল (একাডেমিক) জনাব কাওসার মাহমুদ।
অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান শিক্ষকমন্ডলী,ছাত্র-ছাত্রী,অভিভাবক, মিডিয়া কর্মী সহ রিয়াদ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।