শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

রিয়াদে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ১১, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ইমন আলি ( রিয়াদ সংবাদদাতা সৌদি আরব): বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ডিপ্লোম্যাণটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল সেন্টারে এক সংবর্ধনার আয়োজন করে। মহান স্বাধীনতা দিবসটি এ বছর পবিত্র রমযান মাসে হওয়ায় ০৯এপ্রিল, ২০২৫ইং তারিখে সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদের ডেপুটি গর্ভনর ড. ফয়সাল বিন আব্দুল আজিজ আল সুদাইরী, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের ডেপুটি মিনিস্টার আব্দুল মাজিদ বিন রাশিদ আল সামারী, জ্বালানি মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার (কোম্পানিজ এন্ড রিজারভেশন এফেয়ার্স ) ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলখরাসি সহ সৌদি আরবের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগন ও চেম্বার প্রতিনিধিরা, সংবর্ধনায় রিয়াদের বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কূটনীতিকগণ যোগদান করেন।

এছাড়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার অভিবাসী গন অনুষ্ঠানে যোগ দেন। সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা, ৩০লক্ষ শহীদ, বিভিন্ন উপায়ে মুক্তিযুদ্ধে সর্বাত্মক সমর্থন প্রদানকারী সকল ব্যক্তি ও সংগঠনের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এছাড়াও রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধের সময় বিশ্বজুড়ে বিদেশী বন্ধুদের অমূল্য সমর্থন এবং সংহতি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

রাষ্ট্রদূত বলেন, মহান স্বাধীনতার পর থেকে বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের পরিশ্রমী জনগণ একটি দরিদ্র দেশকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটিতে রূপান্তরিত করেছে। তিনি বলেন- দ্রুত বর্ধনশীল বেসরকারি খাত, দক্ষ জনশক্তি এবং একটি বিশাল বাজারের জন্য বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র হিসেবে বাংলাদেশ একটি আদর্শ স্থান।

বর্তমান সরকার সামগ্রিক অর্থনীতি এবং উন্মুক্ত প্রতিযোগিতাকে উৎসাহিত করার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে একাধিক সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে। রাষ্ট্রদূত সৌদি আরবে বাংলাদেশীদের কর্মসংস্থানের জন্য সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান এই বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকী। তিনি বলেন- বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আজ এক নতুন অধ্যায়ে পৌঁছেছে

সর্বশেষ - সংবাদ