পার্থিব জীবনে মহান আল্লাহর নির্দেশনা মতে জীবন পরিচালনা করা মুমিনের কর্তব্য। তবে মানুষ হিসেবে ভুল করাও অস্বাভাবিক নয়। তাই পবিত্র কোরআনে ভুল-ত্রুটি থেকে তাওবা করে ক্ষমা চাইতে বলা হয়েছে। বিভিন্ন আয়াতে এ বিষয়ের দোয়া বর্ণিত হয়েছে।
ইরশাদ হয়েছে,
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلا تَحْمِلْ عَلَيْنَا إِصْراً كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنا رَبَّنَا وَلا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
অর্থ : হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা ভুলে করি বা ত্রুটি করি। হে আমাদের রব, আমাদের ওপর কোনো ভারী বোঝা চাপাবেন না, যেমন চাপিয়েছিলেন আমাদের পূর্ববর্তীদের ওপর। হে আমাদের রব, আমাদের ওপর এমন দায়িত্বভার অর্পণ করবেন না, যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের (সব ত্রুটি) ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন।
আপনি আমাদের অভিভাবক। সুতরাং আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। ২/২৮৬