সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

কোরআনের ভাষ্যে যা ঘটেছিল মেরাজের রাতে

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জানুয়ারি ২৭, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ইসরা ও মেরাজ বিশ্বনবি মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ও মুজিজা। এক রাতে আল্লাহর পক্ষ থেকে তাকে প্রথম মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়, মসজিদুল আকসা থেকে ঊর্ধ্বজগৎ ভ্রমণে নিয়ে যাওয়া হয়। মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবিজির (সা.) রাতের ভ্রমণ ইসরা নামে এবং মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস থেকে ঊ র্ধ্বাজগৎ ভ্রমণ মেরাজ নামে পরিচিত।

মক্কার কাফেরদের অসহযোগিতা, অত্যাচার ও নির্যাতনে তিনি তখন পর্যুদস্ত। অল্প সময়ের ব্যবধানে শ্রদ্ধেয় চাচা আবু তালিব ও প্রিয়তমা স্ত্রী খাদিজার (রা.) মৃত্যুতে শোকাহত ও অসহায় হয়ে পড়েছেন। এ রকম সময় এক রাতে জিবরাইল (আ.) তাকে বোরাকে চড়িয়ে মসজিদুল আকসায় নিয়ে যান। তখনকার সাধারণ যোগাযোগ ব্যবস্থায় মসজিদুল আকসায় যেতে কয়েক দিন লেগে যেতো। কোরআনে সুরা ইসরায় এ ঘটনার বর্ণনা এসেছে এভাবে,

سُبۡحٰنَ الَّذِیۡۤ اَسۡرٰی بِعَبۡدِهٖ لَیۡلًا مِّنَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ اِلَی الۡمَسۡجِدِ الۡاَقۡصَا الَّذِیۡ بٰرَکۡنَا حَوۡلَهٗ لِنُرِیَهٗ مِنۡ اٰیٰتِنَا اِنَّهٗ هُوَ السَّمِیۡعُ الۡبَصِیۡرُ

পবিত্র মহান সে সত্তা, যিনি তাঁর বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। (সুরা ইসরা: )

এ আয়াত থেকে বোঝা যায় ইসরা ছিল মহান আল্লাহর এক অলৌকিক নিদর্শন ও ক্ষমতার প্রকাশ। তিনি রাতের বেলা তার বান্দাকে মক্কা থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন তার বিভিন্ন নিদর্শন দেখাতে। এ আয়াত থেকে আরও বোঝা যায় মসজিদুল আকসা সংলগ্ন অঞ্চল বরকতময়।

আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মেরাজ বা ঊর্ধ্বাকাশে ভ্রমণের প্রসঙ্গ এসেছে কোরআনের সুরা নাজমে। আল্লাহ বলেন,

وَلَقَدۡ رَاٰهُ نَزۡلَۃً اُخۡرٰی
অবশ্যই তিনি (অর্থাৎ নবি (সা.)) তাকে (অর্থাৎ জিবরাঈলকে (.)) আরেকবার দেখেছিলেন।
عِنۡدَ سِدۡرَۃِ الۡمُنۡتَهٰی
সিদরাতুল মুনতাহার (ষষ্ঠ বা সপ্তম আকাশে অবস্থিত একটি কুল গাছ) কাছে।
عِنۡدَهَا جَنَّۃُ الۡمَاۡوٰی
যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত।
اِذۡ یَغۡشَی السِّدۡرَۃَ مَا یَغۡشٰی
যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল। (যার বর্ণনা মানুষের বোধগম্য নয়)
مَا زَاغَ الۡبَصَرُ وَ مَا طَغٰی
তার দৃষ্টি এদিকসেদিক যায়নি এবং সীমাও অতিক্রম করেনি।
لَقَدۡ رَاٰی مِنۡ اٰیٰتِ رَبِّهِ الۡکُبۡرٰی
নিশ্চয় তিনি তার রবের বড় কিছু নিদর্শন দেখেছেন

 (সুরা নাজম: ১৩১৮)

এ আয়াতগুলো থেকে বোঝা যায়, মেরাজের রাতে নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ষষ্ঠ বা সপ্তম আকাশের অবস্থিত সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানে তিনি জিবরাইলকে (আ.) তার আসল আকৃতিতে দেখেছিলেন। এছাড়া আল্লাহর আরও কিছু বড় নিদর্শন দেখেছিলেন যা আল্লাহ তাআলা তাকে দেখাতে চেয়েছিলেন। আল্লাহ যা দেখাতে চাননি তা তিনি দেখেননি বা দেখতেও চাননি। তার দৃষ্টি এদিক-সেদিক যায়নি এবং সীমাও অতিক্রম করেনি।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্র এখনও পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি : মাহফুজ আলম

শিল্পী আবুল হাসেম আজাদকে সভাপতি ও মোহাম্মদ ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে জিসাসের চট্টগ্রাম মহানগর কমিটি

শেখ হাসিনাকে দেশে ফেরাতে জারি হচ্ছে ইন্টারপোলের রেড নোটিশ

আন্তর্জাতিক বৌদ্ধবিহার সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন

লাপাত্তা ‘ভাতের হোটেলের’ হারুন

জামালপুরে ধর্ষক গ্রেফতার জেলা প্রতিনিধী জামালপুর

শবেকদর উপলক্ষে সারা বিশ্বের মুসলিমদের তারেক রহমানের শুভেচ্ছা

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম-লোগো

দেশে কেমন একটা অস্থিরতা চলছে

বিএনপির ৩১ দফা নিয়ে তথ্যচিত্র নির্মাণে জিয়া পরিষদের কমিটি গঠন