চট্টগ্রাম নগরের টেরিবাজারে কাপড়ের দোকান থেকে চুরি যাওয়া ২১ লাখ ৬৫ হাজার টাকা একটি কবরস্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দোকান কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১ জুন) ওই কর্মচারীকে গ্রেফতারের পর অভিযান চালিয়ে সাতকানিয়ার আফজালনগর এলাকার মসজিদের কবরস্থান থেকে টাকা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতার দোকান কর্মচারী হলেন মো. মিরাজ উদ্দিন (৩০)। তিনি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আবুল হাসেমের ছেলে।
পুলিশ জানায়, টেরিবাজারে মনজুরুল আলম নামের এক ব্যক্তির কাপড়ের দোকানে কর্মচারী ছিলেন মিরাজ উদ্দিন। ২৮ মে রাতে দোকান বন্ধ করে চলে গেলে পরদিন ২৯ মে সকালে এসে মনজুরুল দেখেন, দোকানের শার্টার ভাঙা এবং ক্যাশবাক্সে ২১ লাখ ৭৮ হাজার টাকা নেই। পরে এ ঘটনায় দায়ের করা হয় মামলা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক বলেন, মামলার পর দোকান কর্মচারী হাসানকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেন তিনি। পরে মিরাজের বাড়ি সাতকানিয়ার আফজালনগর এলাকার মসজিদের কবরস্থানের জঙ্গল থেকে পলিথিন মোড়ানো ২১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।