সৃষ্টিজগতের প্রতি আল্লাহর অনুগ্রহ অপরিসীম। এমনকি তা সন্তানের প্রতি বাবা-মায়ের চেয়েও বেশি। কিয়ামতের কঠিন সময়ে আল্লাহর অশেষ অনুকম্পার বিষয়টি প্রকাশিত হবে। হাদিস শরিফে এসেছে,
عَنْ سَلْمَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ إِنَّ اللَّهَ خَلَقَ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ مِائَةَ رَحْمَةٍ كُلُّ رَحْمَةٍ طِبَاقَ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ فَجَعَلَ مِنْهَا فِي الأَرْضِ رَحْمَةً فَبِهَا تَعْطِفُ الْوَالِدَةُ عَلَى وَلَدِهَا وَالْوَحْشُ وَالطَّيْرُ بَعْضُهَا عَلَى بَعْضٍ فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَكْمَلَهَا بِهَذِهِ الرَّحْمَةِ ”
অর্থ : সালমান (রা.) থেকে বর্ণনা করেছেন, রাসুল (সা.) বলেছেন, মহান আল্লাহ যখন আকাশমণ্ডলী ও জমিন সৃষ্টির সময় এক শ অনুগ্রহ সৃষ্টি করেছেন।
প্রতিটি অনুগ্রহ আকাশ ও জমিনের দূরত্বের সমপরিমাণ। এই এক শ রহমত থেকে একভাগ অনুগ্রহ দুনিয়ার জন্য নির্ধারণ করেছেন। এই কারণেই মা তার সন্তানের প্রতি স্নেহপরায়ণ হয় এবং পশু-পাখি একে অন্যের প্রতি অনুরক্ত হয়। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা এই অংশটুকুও (এক ভাগকেও নিরাব্বই ভাগের সাথে মিলিয়ে এক শ) পূর্ণ করবেন।