সোমবার , ১২ মে ২০২৫ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

যে ছয় আমলে গুনাহ মাফ হয়

প্রতিবেদক
স্বাধীন কাগজ
মে ১২, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন ফজরের নামাজে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দেরি করলেন, আমরা দেখলাম সূর্য প্রায় উঠে যাচ্ছে। এক সময় তিনি দ্রুত বের হলেন। নামাজের ঘোষণা দেয়া হলো, তিনি সংক্ষীপ্তভাবে নামাজ আদায় করলেন। সালাম ফেরানোর পর তিনি উচ্চৈস্বরে আমাদেরকে বললেন, আপনারা আপনাদের কাতারে যেমন আছেন তেমনই বসুন।

তারপর আমাদের দিকে ফিরে তিনি বললেন, আমি আপনাদের বলব কী কারণে আজ আমার দেরি হয়েছে। আমি রাতে উঠে অজু করেছি, যা তাওফিক হয়েছে নামাজ আদায় করেছি, নামাজে আমার তন্দ্রা এসে যায় তাই আমার কষ্ট হচ্ছিল। হঠাৎ দেখি আমার রব আমার সামনে সর্বোত্তম আকৃতিতে। তিনি আমাকে বললেন, হে মুহাম্মাদ, আমি বললাম, লাব্বাইক আমার রব! তিনি বললেন, ঊর্ধ্বজগতের ফেরেশতারা কি নিয়ে তর্ক করছে? আমি বললাম, হে আমার রব আমি জানি না। আমি এই কথাটি তিনবার বললাম। তারপর আমি দেখলাম, আল্লাহ তাআলা তাঁর হাত আমার দু’কাঁধের মাঝখানে রাখলেন, এমনকি আমি তাঁর আঙ্গুলগুলোর শীতলতা অনুভব করলাম আমার বুকের মাঝখানে। তখন আমার সামনে সব কিছু স্পষ্ট হয়ে গেল এবং আমি জেনে গেলাম।

আল্লাহ তাআলা আবার বললেন, হে মুহাম্মাদ! আমি বললাম, লাব্বাইক হে আমার রব! তিনি বললেন, ঊর্ধ্বজগতের ফেরেশতারা কী নিয়ে তর্ক করছে? আমি বললাম, তারা কাফফারা তর্ক করছে। তিনি বললেন, সেগুলো কী? আমি বললাম, জামাতের জন্য হাঁটা, নামাজের পর মসজিদে বসে থাকা, কষ্টের সময় পূর্ণরূপে অজু করা। তিনি বললেন, আর কী? আমি বললাম, পানাহার করানো, সুন্দর কথা বলা, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন নামাজ আদায় করা।

আল্লাহ তাআলা বললেন, তুমি প্রার্থনা কর, আমি বললাম,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফি’লাল খায়রাতি ওয়া তারকিল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকীনি ওয়া আন তাগফিরালী ওয়া তারহামনি ওয়া ইযা আরাদতু ফিতনাতা কাওমিন ফাতাওয়াফফানি গায়রা মাফতুনিন আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ুহিব্বুকা ওয়া আমালিন ইয়ুকাররিবু ইলা হুব্বিকা।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে কল্যাণের কাজ করার তৌফিক চাই, খারাপ কাজ ছেড়ে দেয়ার তৌফিক চাই, অভাবীদের জন্য ভালোবাসা চাই, আর আপনি যেন আমাকে ক্ষমা করেন ও আমার প্রতি রহম করেন। আর যখন আপনি কোন জাতিকে ফিতনা বা পরীক্ষায় নিপতিত করতে চান, তখন আমাকে পরীক্ষায় নিপতিত না করে মৃত্যু দিন। আমি আপনার কাছে আপনার ভালোবাসা, আপনাকে যে ভালোবাসে তার ভালবাসা এবং এমন আমলের ভালোবাসা চাই যা আমাকে আপনার ভালোবাসার কাছাকাছি নিয়ে যাবে।

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, নিশ্চয় এ কথাগুলো সত্য, আপনারা এগুলো শিখুন ও শেখান। (সুনানে তিরমিজি)

এই দীর্ঘ হাদিসে আমরা চমৎকার একটি দোয়া পাই যা নবিজি (সা.) সবাইকে শিখতে ও শেখাতে বলেছেন। এ দোয়াটির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে নেক আমলের তওফিক ও তার ভালোবাসা চাইতে পারি। এ হাদিস থেকে কাফফারা বা গুনাহ মাফ হয় এমন কিছু আমলের ব্যাপারেও আমরা জানতে পারি। আমলগুলো হলো,

১. জামাতের সাথে নামাজ পড়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে মসজিদে যাওয়া।

২. নামাজের পর কিছু সময় মসজিদে অবস্থান করে নামাজ, দোয়া ও জিকির করা।

৩. যে সময় মানুষ অজু করতে অলসতা করে যেমন বৃষ্টি বা শীতের সময়ও সুন্দরভাবে ওজু করা।

৪. অনাহারি, অভাবী মানুষ বা মেহমানকে খাবার খাওয়ানো।

৫. মানুষের সাথে সুন্দর ও নম্র ভাষায় কথা বলা।

৬. গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজ আদায় করা।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মেয়াদোত্তীর্ণ চট্টগ্রাম নগর বিএনপির কমিটি বিলুপ্ত

বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা একই পরিবার: ড. ইউনূস

সাদুল্লাপুরে ইয়াবাসহ মহিলা দল নেত্রী গ্রেফতার

উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা সমস্যার সমাধান- স্বরাষ্ট্র উপদেষ্টা

পপির পাশে দাঁড়ালেন নায়ক ওমর সানী

ফ্যাসিবাদ উৎখাতে হাজারের বেশি তরুণ জীবন উৎসর্গ করেছেন : প্রধান উপদেষ্টা

সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে- প্রধান উপদেষ্টা

মধ্যরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট

তরুণ প্রজন্মই বাংলাদেশের নেতৃত্ব দেবে : নাহিদ ইসলাম