রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

আওয়ামীলীগ নেতা ও আমার সংবাদের সম্পাদক হাশেম রেজা কারাগারে

প্রতিবেদক
স্বাধীন কাগজ
নভেম্বর ২৪, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য এবং দৈনিক আমার সংবাদের সম্পাদক আবু হাশেম রেজাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিতে রফিকুল ইসলাম নিহতের ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

রোববার (২৪ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (২২ নভেম্বর) হাশেম রেজাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

আসামিপক্ষের আইনজীবী শুনানিতে বলেন, হাশেম রেজা ঘটনার সঙ্গে জড়িত নন। এজাহারে হাশেম রেজার নামে মিল নেই। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আসামির মোবাইল ফোনের কললিস্ট যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কললিস্ট প্রাপ্তি সাপেক্ষে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাহাবুল ইসলাম বলেন, হাশেম রেজার নাম সার্চ করলে যে ছবি পাওয়া যায় তার সঙ্গে মিল রয়েছে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচন করে পরাজিত হয়েছেন। এজাহারনামীয় ১১৮ নম্বর আসামি হাশেম রেজা।

এর আগে শুক্রবার (২২ নভেম্বর) মিরপুরের বাসা থেকে হাশেম রেজাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই অংশগ্রহণ করে যাত্রাবাড়ী থানাধীন এলাকা মনোয়ারা হসপিটালের সামনে গুলিতে নিহত হন রফিকুল ইসলাম। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৯ জুলাই আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে মরদেহ দাফন করা হয়। নিহতের স্ত্রী অনেক খোঁজাখুঁজির পর ছবি দেখে স্বামীর কবরস্থানের সন্ধান পান।

এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী নার্জিয়া আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৫ জনকে আসামি করা হয়।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ-মানববন্ধন

গাইবান্ধায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

মুক্তিযুদ্ধের ৩নম্বর সেক্টর কমান্ডার সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল(অব:) কেএম সফিউল্লাহ(বীরউত্তম) আর নেই

চট্টগ্রাম ওয়াসার স্মার্ট মিটার বসানোর কাজ শুরু

১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা বাবর

সরকার প্রতিশ্রুত সময়েই নির্বাচন সম্ভব : নাহিদ ইসলাম

পদ্মা সেতু নির্মাণ নিয়ে আমাকেও কথা শুনতে হয়েছে: কাদের

ঐক্যের ভিত্তিতে হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র: শপথ নেবেন ছাত্র-জনতা

ঋণের কিস্তি ও সুদ বোঝা হয়ে গেছে: এনবিআর চেয়ারম্যান

নোয়াখালীতে পানিবন্দি ২০ লাখ মানুষ