মুহাম্মদ ইসমাইল হোসেন (জামালপুর জেলা প্রতিনিধি): জামালপুরের মেলান্দহে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক মো. নাঈম শেখ পলাতক রয়েছে।
ঘটনার পর ধর্ষক ও তার বাবা-মায়ের সঙ্গে একাধিকবার আপোষের চেষ্টা করে ব্যর্থ হয়ে কিশোরীর মা থানায় অভিযোগ দিয়েছেন। গত শনিবার বিকালে মেলান্দহ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এর আগে গত সোমবার (২৪ জুন) রাত ১১টার দিকে মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. নাঈম শেখ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল পূর্বপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ধর্ষণের শিকার কিশোরী জানান, দীর্ঘ ২ বছর ধরে একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে নাঈমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এতে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ মাস থেকে নানা সময় তার সঙ্গে শারিরীক সম্পর্ক হয়।
গত সোমরার রাতেও নাঈমের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। বুধবার রাতে আবার দেখা করতে এলে ভিকটিমের মা দেখে ফেলায় তাকে লাথি মেরে পালিয়ে যায়।
এর পরেই এলাকায় ঘটনাটির জানা যানি হলে উক্ত কিশোরীর মা ন্যায় বিচারের আশায় মেলান্দহ থানায়একটি ধর্ষন মামলা দায়ের করেন।