মুহাম্মদ ইসমাইল হোসেন- ( জামালপুর জেলা প্রতিনিধি): জামালপুর জেলাধীন মাদারগঞ্জ উপজেলার বহুল আলোচিত উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪,অনেক জল্পনা কল্পনার ইতি টেনে স্রোতের বিপরীতে অবস্থান নিয়ে উপজেলা নির্বাচনী প্রার্থী হওয়ায় কাল হয়ে দাঁড়িয়েছে রায়হান রহমতুল্লাহ রিমুর।
জনশ্রুত ও জনসমর্থনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেও বসতে পারলেন না উপজেলা পরিষদের নিজ চেয়ারে, জামালপুরে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ সহকারী জাজ আদালত (মাদারগঞ্জ) তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বর্তমানে মাদারগঞ্জ উপজেলায় বিজয়ের উৎসব বিষাদের রূপ নিয়েছে। ফলে তার পক্ষের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।