বাংলাদেশে অন্তর্বর্তী কালীন সরকার শপথ গ্রহণ করায় বাংলাদেশ জনদল (বিজেডি) সরকারকে স্বাগত জানিয়েছেন দলের চেয়ারম্যান৷
মাহবুবুর রহমান জয় চৌধুরী ও মহাসচিব সেলিম আহমেদ। নেতৃদ্বয় বলেছেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশের সকল মানুষ সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহবান জানিয়েছেন।
বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে যে উন্নয়নের পথ বেছে নিয়েছে, তার প্রতি বাংলাদেশ জনদল (বিজেডি)’র সম্মান রয়েছে।
দলটির নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেছেন যে, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দেশব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানিয়েছে।