বুধবার , ২ এপ্রিল ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

এখনো ফেরার চেয়ে ঢাকা ছাড়ছে বেশি মানুষ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ২, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ঈদ উদযাপন করে ট্রেনে চড়ে ঢাকায় ফিরছে মানুষ। তবে ঈদের ছুটি শেষ না হওয়ায় ফিরতি ট্রেনে যাত্রীদের তেমন ভিড় নেই। কোনো শিডিউল বিপর্যয়ও নেই। এতে ঢাকায় ফেরা যাত্রীরা স্বস্তির যাত্রার কথা জানিয়েছেন

অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও ঢাকা থেকে অনেক মানুষ গ্রামে যাচ্ছেন। তাদের অধিকাংশই হয়তো ঈদে ছুটি পাননি, কিংবা বিশেষ কারণে যেতে পারেননি। এখন তারা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে যাচ্ছেন। গতকাল দুপুর ১২টা থেকে বিকাল  পর্যন্ত রাজধানীর কমলাপুর রেল স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়।

স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা জানান, গতকাল ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফিরতি যাত্রায় ঢাকায় এসেছে আটটি আন্তঃনগর ট্রেন। অন্যদিকে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা থেকে সারা দেশে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে ১৯টি ট্রেন। এগুলোর মধ্যে ১৫টি আন্তঃনগর এবং চারটি কমিউটার ট্রেন। ঈদযাত্রার মতো ট্রেনে ফিরতি যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। শিডিউল বিপর্যয় এবং ভিড়ে ঠেলাঠেলি করার মতো পরিস্থিতিতে পড়তে হয়নি তাদের।

দুপুর পৌনে ২টার দিকে সিল্কসিটি ট্রেনে চাটমোহর থেকে ঢাকায় ফেরা শাহীন আলম বলেন, ট্রেন একেবারে রাইট টাইমে এসেছে। কোনো ভিড় নেই। এমন ভোগান্তিহীন যাত্রা করা গেলে ভাড়া কিছুটা বেশি নিলেও সমস্যা নেই।

দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে রাজশাহী থেকে ঢাকায় ফেরা আসাদুজ্জামান খান বলেন, ছুটি শেষ হয়নি। তবুও আগেই চলে এলাম। পরে ভিড় আরও বাড়তে পারে, সেজন্য ফিরতি যাত্রার টিকিট আগেই করে রেখেছিলাম। নিরিবিলি বাচ্চাদের নিয়ে আসতে পারলাম।

চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেসে ঢাকা থেকে নিজ গ্রামে যাচ্ছেন আসমা আক্তার। তিনি একটি পোশাকের শো-রুমে বিক্রয়কর্মীর কাজ করেন। ঈদের আগের দিন অর্থাৎ চাঁদরাতেও কাজ করতে হয়েছে। ফলে ঈদে গ্রামে পরিবারের কাছে যেতে পারেননি। মাঝে এক দিন বিশ্রাম নিয়ে আজ গ্রামে ফিরছেন।

আসমা আক্তার বলেন, ঢাকায় সহকর্মীদের সঙ্গে ঈদ করেছি। এখন গ্রামে যাচ্ছি। ঈদের আগে ছুটি ছিল না। ঈদের পর থেকে ছুটি পেয়েছি। এক সপ্তাহের জন্য গ্রামে যাচ্ছি। ঈদে আমাদের ছুটিটা এমনই।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাত হোসেন বলেন, এবার ঈদযাত্রা একেবারেই ভোগান্তিহীন হয়েছে। ফিরতি যাত্রাও আশা করি স্বস্তিদায়কই হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রেলের কর্মকর্তা-কর্মচারীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যাত্রীরা যাতে নিরাপদে ও স্বস্তিতে ফিরতে পারেন, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, ফিরতি যাত্রাটা মূলত গতকাল শুরু হয়েছে। কিছু আন্তঃনগর ট্রেন গতকাল সন্ধ্যা বা রাত থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। সেগুলো ভোরের দিকে পৌঁছেছে। এখনো যাত্রীদের তেমন ভিড় নেই। টিকিট ছাড়া কোনো যাত্রীকে ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না। ফলে বগিতে তেমন ঠেলাঠেলি বা গাদাগাদি নেই।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি, তারা এটাকে মুছে দিতে চায়: প্রধান উপদেষ্টা

ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযান ৪ লাখ টাকা জরিমানা

সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস, ২০২৪

জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

ঢাবি উপাচার্যের সঙ্গে ইউএসএআইডি-আইএফইএস প্রতিনিধিদলের সাক্ষাৎ

বছরের যেসব দিন রোজা রাখা নিষিদ্ধ

কালিগঞ্জে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে প্রবাসীর পরিবারকে অজ্ঞান করে নগদ টাকা স্বর্ণালংকার সহ সর্বস্ব লুট

শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দাখিল

আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ নেই : নাহিদ ইসলাম