বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

কত টাকা আয় করলে দিতে হবে কর

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ৬, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদে আগামী অর্থবছরের (২০২৪-২৫) জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে না। আগামী ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত তিন লাখ ৫০ হাজার টাকাই থাকছে করমুক্ত আয়। তবে স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য কর ধাপ ও করহার পুনর্নিধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপনে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেট প্রস্তাবনায় স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। একই সঙ্গে স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য কর ধাপ সমন্বয় করে বিদ্যমান সর্বোচ্চ করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশে নির্ধারণ করা হবে। এ ছাড়া স্বনির্ধারণী ব্যবস্থায় রিটার্ন দাখিলের বিধান চালু করা হবে।

রিটার্ন জমার সময় সর্বোচ্চ এক মাস বাড়াতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড।

 

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আয়ের প্রথম সাড়ে তিন লাখ টাকার ওপর কোনো কর দিতে হবে না। পরবর্তী এক লাখ টাকার ওপর ৫ শতাংশ, পরবর্তী তিন লাখ টাকায় ১০ শতাংশ, পরবর্তী চার লাখ টাকায় ১৫ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকার ওপর ২০ শতাংশ এবং বাকি আয়ের ওপর ২৫ শতাংশ আয়কর দিতে হবে। এতে নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ করার প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া প্রতিবন্ধীদের জন্য করমুক্ত আয়সীমা সাড়ে চার লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ ৭৫ হাজার টাকা এবং একই সঙ্গে কোনো প্রতিবন্ধীর পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকার করার কথাও বলা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরেও ব্যক্তির আয়ের প্রথম সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত মোট আয় করমুক্ত এবং পরবর্তী এক লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ৫ শতাংশ কর নির্ধারণ করা হয়েছে। পরবর্তী চার লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১৫ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২০ শতাংশ, পরবর্তী ২০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন, অন্যান্য সিটি করপোরেশন এলাকা ও সিটি করপোরেশনের বাইরের এলাকায় ব্যক্তির ন্যূনতম কর অপরিবর্তিত থাকছে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টাদের শোক

ঝিনাইগাতীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে কীর্তিমান ৭ জন বাবাকে সন্মাননা প্রদান

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে : গুতেরেস

ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলামের যোগদান

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বেরোবিতে আনন্দ মিছিল

রাশিয়া-মরক্কো থেকে ৩৯৬ কোটি টাকার সার কিনবে সরকার

বিদেশি গণমাধ্যমে যেন দেশের বিরুদ্ধে অপপ্রচার না হয় : তথ্য উপদেষ্টা

গাইবান্ধায় সার-বীজের বেশি দামে বিপাকে আলু চাষিরা

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি