বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ছয় দিনের যৌথ বাহিনীর অভিযানে আটক ২০৪

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ২৪, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

যৌথ বাহিনীর অভিযানে ছয় দিনে ২০৪ জনকে আটক করা হয়েছে সময় হতে ১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪১০টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১টি সাউন্ড গ্রেনেড, চারটি ককটেল, ছয়টি লোকাল হ্যান্ড বোম্বসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয় 

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিট এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, চিহ্নিত দুর্বৃত্ত, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যসহ মোট ২০৪ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

পাশাপাশি গ্রেফতারকৃত অপরাধীদের হতে ১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪১০টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১টি সাউন্ড গ্রেনেড, ৪টি ককটেল, ৬টি লোকাল হ্যান্ড বোম্ব, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র, স্বর্ণালংকার, মোটরসাইকেল, চোরাই মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরা, অবৈধ পাসপোর্ট, অবৈধ ওষুধ নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে

সর্বশেষ - সংবাদ