শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ৪, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।

ব্যাংকক বিমানবন্দরে তাকে বিদায় জানান থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ব্যাংককে পৌঁছান এবং দুই দিনের সফরে বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।  সফরকালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন এবং আঞ্চলিক শান্তি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

ব্যাংকক সফরের সময় অধ্যাপক ইউনুস থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, ভুটান ও মিয়ানমারের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হতাহতের বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের রিপোর্টের কথা জানান, যেখানে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ব্যাপক ধরপাকড়, নির্যাতন এবং হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। রিপোর্টে আনুমানিক ১,৪০০ বিক্ষোভকারী নিহত হওয়ার কথা বলা হয়, যার মধ্যে ১৩ শতাংশ ছিল শিশু।

অধ্যাপক ইউনুস ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের অগ্রগতি সম্পর্কে জানতে চান।  তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে গঠনমূলক পরিবেশকে অস্থিতিশীল করার জন্য বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা ভারতের আতিথেয়তার অপব্যবহার

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতান সিনাওয়াত্রার সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান এবং চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দেন। এছাড়া বিনিয়োগ ও বাণিজ্য সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং নির্ধারিত কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনা হয়।

শ্রীলংকার প্রধানমন্ত্রী হারিনিয়া অমরাসুরিয়ার সঙ্গে বৈঠকে তিনি চুরি যাওয়া অর্থ ফেরত আনার বিষয়ে শ্রীলঙ্কার সহায়তা চান।

মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতির কথা জানানো হয়, যেখানে মিয়ানমার প্রথমবারের মতো ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে।

সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি বিমসটেক-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।  তার নেতৃত্বে এই আঞ্চলিক জোট নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ছিনতাই-চাঁদাবাজি প্রতিরোধে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান: আইজিপি

অবশেষে নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার

লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়ালো নতুন এলাকায়

আমার দুই ভাই মাদ্রাসায় পড়েছে, আমি তাদের মৃত্যুতে উল্লাস করব?

পানিসম্পদ প্রতিমন্ত্রী আলাদিনের চেরাগ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার উপায় নেই

সিএমপির পাঁচলাইশ থানা কর্তৃক হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

রূপগঞ্জে কাঞ্চন পৌর সাবেক কাউন্সিলর গ্রেফতার

সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস, ২০২৪

ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

হাসিনাকে ফেরত দেওয়ার নোটে এখনও সাড়া দেয়নি ভারত, স্মরণ করিয়ে দেবে ঢাকা