সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়; এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহীদদের স্বীকৃতি স্বরূপ সনদ প্রদানের বিষয়ে সরকার কাজ করছে।
শুক্রবার বিকালে টঙ্গীর এরশাদনগরে জুলাই যুদ্ধে শহীদ নাফিসা হোসেন মারওয়া এবং সানজিদ হোসেন মৃধার বাসা ও কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
শারমিন মুরশিদ বলেন, জুলাই যুদ্ধে শহীদদের সংখ্যা সহজে নিরূপণ করা সম্ভব হলেও জুলাই যোদ্ধাদের সংখ্যা নিরুপণ করা কঠিন। বিপুলসংখ্যক জুলাই যোদ্ধার সনদ নিয়ে যদি এগোতে হয় তাহলে অনেক ভুল মানুষ এতে ঢুকে যেতে পারে। আমিও চাই জুলাই সনদটা যেন দ্রুত তাদের হাতে দিতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীমা ফেরদৌস, একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, পিআরও রফিকুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম, শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাবা আবুল হোসেন, শহীদ সানজিদের বাবা কবির হোসেন মৃধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আকাশ ঘোষ, নাঈম প্রমুখ।
উল্লেখ্য, চব্বিশের ৫ আগস্ট সাভার ও উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিসা হোসেন মারওয়া। একই দিন উত্তরা বিএনএস সেন্টারের সামনে পুলিশের গুলিতে শহীদ হন সানজিদ।