বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

পার্বত্য চট্টগ্রামের বড় সমস্যা চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ৩, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি। এ অঞ্চলে যত সহিংসতার ঘটনা ঘটছে তার মূলে রয়েছে চাঁদাবাজি। এ চাঁদাবাজি বন্ধ করা না গেলে কোনো দিনই সমস্যা সমাধান হবে না। যত তাড়াতাড়ি সম্ভব পাহাড় ও সমতলে অবৈধ অস্ত্র ব্যবহার বন্ধের পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার দুপুর ২টায় বিজিবি রাঙামাটি সদর সেক্টর দপ্তরে সাংবাদিকদের দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের সময় সমতলের অনেক থানা থেকে অস্ত্র লুট হয়েছে, সেগুলো এখনো উদ্ধার হয়নি। এ অস্ত্রগুলো উদ্ধার করা গেলে অনেক সমস্যা সমাধান হবে। তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে; যাতে কোনো অবস্থাতেই চাদাঁবাজির ছাড় দেওয়া না হয়। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচারে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন, সাজেক বিওপি এবং রাঙামাটি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি আগুনে পুড়ে সাজেক পর্যটন কেন্দ্র  ও ফায়ার সার্ভিস স্টেশন নির্মানের স্থান পরিদর্শন  করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সর্বশেষ - সংবাদ