চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্যান্য উপদেষ্টাদের উপস্থিতিতে সংস্কার কমিশনের প্রধানরা এসব প্রতিবেদন হস্তান্তর করবেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শফিকুল আলম বলেন, চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরের পর ওই প্রতিবেদন নিয়ে আলোচনা হবে। সংস্কার কমিশনের প্রধানরা প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কয়েকজন উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে এসে কমিশনের প্রতিবেদন নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন। আনুমানিক বিকেল তিনটা নাগাদ প্রেস ব্রিফিং হতে পারে বলে তিনি জানান।