যত্রতত্র গাড়ি পার্কিং ও উল্টো পথে চলাচলের অভিযোগে রাজধানীর মতিঝিলে একদিনে ১৩৭ যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সম্প্রতি রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে ৮টি ট্রাফিক বিভাগে ভিডিও মামলা প্রবর্তন করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১০ জুলাই) রাতে এ তথ্য জানান ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান।
তিনি বলেন, একদিনের অভিযানেই ট্রাফিক-মতিঝিল বিভাগ ১৩৭টি ভিডিও মামলা করেছে। সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চলাচল, ঘণ্টার পর ঘণ্টা সড়কের বাম লেন আটকে প্রতিবন্ধকতা তৈরি করাসহ বিভিন্ন অনিয়ম দেখা যায়। এখানে নগরবাসীর সচেতন হওয়া খুবই অপরিহার্য।
তিনি বলেন, একজনের জন্য যাতে অন্য কারো পথচলায় বাধা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। কিন্তু হরহামেশাই এর ব্যত্যয় দেখা যায়। এই অনিয়ম দূর করার লক্ষ্যে এবং ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে সাড়াশি অভিযান পরিচালনা করছে।
ডিসি মোহাম্মদ মইনুল হাসান আরও বলেন, মতিঝিল ট্রাফিক-বিভাগে কর্মরত প্রত্যেক সার্জেন্টকে বিবেচকের ভূমিকায় অবতীর্ণ হয়ে যথাযথভাবে ভিডিও মামলা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।