গতকাল বাদ মাগরিব ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ এলাকায় জাতীয় দৈনিক স্বাধীন কাগজ পত্রিকার সম্মানিত উপদেষ্টা মন্ডলের সদস্য জনাব এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ডালিম এর আমন্ত্রণে প্রকাশক ও সম্পাদক আল আমিন সোহাগ, সহ-সম্পাদক সেলিম আহমেদ, বিশেষ প্রতিনিধি মোঃ মামুন , নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি মোঃ রাবিব আমন্ত্রণে অংশগ্রহণ করেন।
জাতীয় দৈনিক স্বাধীন কাগজ পত্রিকার অগ্রগতি নিয়ে বিশদ আলোচনান্তে সকলে মতামত ব্যক্ত করেন। জাতীয় স্বাধীন কাগজ পত্রিকার অনুষ্ঠান কর্মসূচিতে সংবাদকর্মী নিয়োগ প্রদান সহ পত্রিকার সার্বিক বিষয়ে আলোচনা করেন।
স্বাধীন কাগজ পত্রিকা আমি নিয়মিত পড়ি। পড়ার একটা কারণ হচ্ছে এর সংবাদ পরিবেশনের বৈশিষ্ট্য। কখনোই তা একপেশে হয় না। যে ঘটনা ঘটে, সেটাই বস্তুনিষ্ঠতার সঙ্গে তুলে ধরে। সংবাদ পরিবেশনও উন্নত মানের এবং বৈচিত্র্যপূর্ণ। এজন্য জাতীয় স্বাধীন কাগজ আমার ভালো লাগে। জাতীয় স্বাধীন কাগজ উপ-সম্পাদকীয় গুলো আমি মনোযোগ দিয়ে পড়ি।
এখানে বিভিন্ন মত আসে। অন্য পত্রিকার মতো একপেশে নয়। আর সাহিত্য সাময়িকীতে তো আমি অনেক লিখেছি। এখনও লিখি। জাতীয় স্বাধীন কাগজ সঙ্গে এটাও আমার যোগসূত্র। জাতীয় স্বাধীন কাগজ জন্য শুভকামনা রইল।
প্রকাশক ও সম্পাদক আল আমিন সোহাগ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে স্বাধীন কাগজ পত্রিকা সব শ্রেণীর পাঠকের মন জয় করেছে। পত্রিকাটির আরেকটি বৈশিষ্ট্য হল- এটি সচেতন পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। স্বাধীন কাগজ পত্রিকার অগ্রগতি প্রসঙ্গে আলোচনা সভায় উপস্হিত সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষের নির্ভুল খবর প্রকাশের মধ্য দিয়ে স্বাধীন কাগজ পত্রিকা একটি বিশেষ মর্যাদা পেয়েছে। পত্রিকাটির সাহসী অভিযাত্রা অব্যাহত থাকুক।
সহ-সম্পাদক সেলিম আহমেদ বলেন, সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যম সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে স্বাধীন কাগজ পত্রিকা । পত্রিকাটির এ ভূমিকা আগামী দিনে অব্যাহত থাকবে, এটাই আমার বিশ্বাস। গণমাধ্যমের কল্যাণে মানুষের সচেতনতা বাড়ছে।
ফলে মানুষ এখন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পেতে চায়। শুধু তা-ই নয়, মানুষ এখন খবরের পেছনের ঘটনাও জানতে চায়। এ প্রেক্ষাপটে সাংবাদিক এবং সংবাদসংশ্লিষ্ট সবাইকে আগের চেয়ে বেশি দায়িত্বসচেতন হতে হচ্ছে। মানুষ এখন পৃথিবীর সর্বশেষ খবর পেতেও সবসময় উন্মুখ থাকে।