সাগর বাদশা (স্টাফ রির্পোটার): বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ ৬ বছর বয়সী ছোট্ট শিশু মুনতাহা আক্তার জেরিন। মেয়েকে ফিরে পেতে পুরস্কার ঘোষণা করেছে শিশুটির পরিবার।
রবিবার (৩রা নভেম্বর) দুপুরে বাড়ির পাশে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়েছে শিশুটি।
সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের বাসিন্দা পিতা: শামীম আহমদের (৭০) মেয়ে মুনতাহা আক্তার জেরিন (৬)।
শিশু জেরিনের নিখোঁজ সংবাদ শুনে একই জেলার লন্ডন প্রবাসী খালেদ আহমেদ শাহীন তার ফেসবুক লাইভে বলেন, মেয়েটি আমার আত্মীয় স্বজন কেউ না তবে তার মতো আমারও একটা ছোট মেয়ে আছে।
যে এই শিশুটির সন্ধান দিতে পারবেন তাকে আমি ৫০ হাজার টাকা পুরস্কার দিবেন। নিখোঁজের ৪দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো ঘরে ফিরেনি শিশু মুনতাহা আক্তার জেরিন।
এদিকে নিজ সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাব-মা। অবুঝ শিশুটিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছেন শিশুটির বাব-মা। তাই কেউ শিশুটির সন্ধান পেলে
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।