তানজিলা শাহ রূবী (নেত্রকোণা জেলা সংবাদদাতা): রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আটপাড়া ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের মানববন্ধন । সোমবার (২১ মার্চ) বিকাল ৪ টায় আটপাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ ও সদস্য মাসুদ খান বাবু, আটপাড়া ডিগ্রী কলেজ ছাত্রদল শাখার সভাপতি প্রার্থী রাকিব হাসান, সদস্য সচিব টিটু ভুঁইয়া সহ ছাত্র দল ও অন্যান্য শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বিকালে ছুরিকাঘাতে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদুল ইসলাম পারভেজ হত্যা করা হয়।
ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীরের করা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন- মেহেরাজ ইসলাম (২০), আবু জর গিফারী পিয়াস (২০), মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজী (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে ৩জনকে গ্রেফতার করে (২১ এপ্রিল)আদালত নিলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।