এম ইদ্রিস আলী (খুলনা ব্যুরো সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিডিএফ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আল. মাস্টার হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, ও ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সালাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওসমান গনি, ধুলিহর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আ: করিম,জামায়াত নেতা মনিরুল ইসলাম ফারুকী,রফিকুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম, মহিবুল্লাহ সহ ব্রক্ষরাজপুর, ধুলিহর ও ফিংড়ি ইউনিয়নের বসবাসরত সাংবাদিকগন ও স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা চলমান কর্মসূচির গুরুত্ব, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন এবং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।