বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

নাশকতা মামলায় জামালপুরে জিয়া সাইবার ফোর্সের আহবায়ক শুভ পাঠানসহ ডিবির হাতে গ্রেফতার-০৫

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ডিসেম্বর ২৬, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এম আই হোসাইন (জামালপুর  জেলা সংবাদদাতা): জামালপুর শহরের এম এ রশিদ হাসপাতালে ফাঁকা গুলি, হামলা, ভাঙচুর, কর্মচারীদের মারধর এবং জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ফাঁকা গুলি, অস্ত্র প্রদর্শনের ঘটনায় জামালপুর জিয়া সাইবার ফোর্সের আহবায়ক শুভ পাঠানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার (২২ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলাশান-২ থানাধীন স্টেক হাউজ রেস্টুরেন্টের ৩য় তলার ৩০১ এবং ৩০৪ নং রুম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্স এর আহ্বায়ক, শহরের স্টেশন রোড এলাকার মৃত ওবায়দুল হাসান টিপু পাঠানের ছেলে, এম শুভ পাঠান (৩৪), বসাকপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে, মো. রিপন হোসেন রিদয় (২৫), চালাপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মাসুম মিয়া (৩৩), ও রাজু (২৫), এবং শহরের ছনকান্দা এলাকার মো. নাসিরের ছেলে ঝন্টু মিয়া (৩৩)।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ২৯ নভেম্বর রাতে এম শুভ পাঠান ও অন্যান্য আসামীরা এম এ রশিদ হাসপাতালে ভাংচুর, ফাঁকা গুলি, আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সেই সাথে হাসপাতালে কর্মরত ০৪ জন কর্মকর্তা- কর্মচারীকে মারধর করে আহত করে। হাসপাতালে মারামারি ও ভাংচুর করার পরে বিএনপি দলীয় কার্যালয়ে সামনে এসে অস্ত্র প্রদর্শন করে এবং ফাঁকা গুলি ছুড়ে।

এছাড়াও শহরের চালাপাড়া এলাকায় শাহীনের বাড়িতে ভাংচুর ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে। পুলিশ সুপার সাংবাদিকদের আরও বলেন, জামালপুর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা খেলনা পিস্তলের কথা স্বীকার করেছে কিন্তু এই প্রশ্নের জবাবে সন্তুষ্ট নয় পুলিশ। তবে অস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান পুলিশ সুপার রফিকুল ইসলাম।

সর্বশেষ - সংবাদ