সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

আগামি নির্বাচনে বেশি ভোট পাবে বিএনপি, এরপর জামাত – এন সি পি (জরিপ)

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ৭, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা ব্যুরো):  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে বলে মনে করছেন তরুণরা। ভোট পাওয়ায় এরপরের অবস্থানে থাকবে যথাক্রমে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া তরুণরা মনে করেন, বিএনপি ৩৮ দশমিক ৭৬ শতাংশ ও জামায়াত ২১ দশমিক ৪৫ শতাংশ ভোট পাবে। অন্য ইসলামী দলগুলো ৪ দশমিক ৫৯ শতাংশ ভোট পাবে।

আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১৫ দশমিক ৮৪ শতাংশ ভোট। এ ছাড়া জাতীয় পার্টি ৩ দশমিক ৭৭ শতাংশ এবং অন্যান্য দল শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট পেতে পারে। আর ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে ১৫ দশমিক ০২ শতাংশ ভোট পেতে পারে। সোমবার (৭ জুলাই) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে জরিপের প্রতিবেদন উপস্থাপন করা হয়। যুবসমাজের পরিবর্তন: চাকরি, শিক্ষায় এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ’ শীর্ষক এই জরিপ দেশের সব বিভাগের চালানো হয়।

এতে অংশ নেন ১৫-৩৫ বছর বয়সী ২ হাজার মানুষ। প্রথমে ৮ বিভাগ থেকে ২টি করে জেলা বাছাই করা হয়। এরপর সেখান থেকে আবার দুটি করে উপজেলা নির্বাচন করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে ৪০ শতাংশ, এসএসসি বা এর ওপরে ৬০ শতাংশ। এর মধ্যে শহরের ছিল ৫০ শতাংশ এবং গ্রামের ৫০ শতাংশ। জরিপের লিঙ্গভিত্তিক ফল তুলে ধরে সানেম বলছে, জরিপে অংশগ্রহণকারী ছেলেদের মধ্যে ৪০ শতাংশ বিএনপি, ২২ দশমিক ২১ শতাংশ জামায়াত এবং ১৪ দশমিক ৪৪ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন।

আর মেয়েদের মধ্যে ৩৭ দশমিক ০৩ শতাংশ বিএনপি, ২০ দশমিক ৫৭ শতাংশ জামায়াত এবং ১৭ দশমিক ৪৭ শতাংশ এনসিপির পক্ষে মত দিয়েছেন। জরিপে অংশ নেওয়া তরুণদের ১৫ দশমিক ১ শতাংশ কোনো মত দেননি। ৭১ দশমিক ৫ শতাংশ তরুণ মনে করেন, মব জাস্টিসের ঘটনা দিনে দিনে বেড়ে চলেছে। আর ১৩ দশমিক ৪ শতাংশ মনে করেন দৈনন্দিন জীবনে মব জাস্টিস প্রভাব ফেলছে না।

সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রাইহানের নেতৃত্বে গবেষণা দল এই জরিপ পরিচালনা করেন। গবেষণা দলে আরও ছিলেন একরামুল হাসান, শাফা তাসনিম, এশরাত শারমিন, নীলাদ্রি নভিয়া নভেলি এবং মো. রজিব।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মোমেনশাহী ক্যান্টনমেন্টে এআরটিডিওসির চিফের সঙ্গে টুরিস্ট পুলিশ সুপারের সাক্ষাৎ

পবিত্র শবেবরাত কাল

নতুন টাকায় থাকছে না ব্যক্তির ছবি, হাতে পাওয়া যাবে যখন

শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে অগ্রগামী ও চিন্তা চেতনায় প্রগতিশীল হতে হবে – শিক্ষা উপদেষ্টা

দেশ ধ্বংসের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি: কাদের

কেন ভ্যাট বাড়ানো হয়েছিল কিছুদিন পর জানতে পারবেন

খুলনায় সরকারী হাজী মুহাম্মদ মুহসিন কলেজে একাদশ শ্রেনির নবীন শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত।

ইউনূস-মোদি বৈঠক ফলপ্রসূ হয়েছে: প্রেসসচিব

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা