শুক্রবার , ৯ মে ২০২৫ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

আ.লীগ নিষিদ্ধের দাবি, সমাবেশে স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটাচ্ছে ডিএনসিসি

প্রতিবেদক
স্বাধীন কাগজ
মে ৯, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের শুরুতে কুরআন তিলাওয়াত করেছেন এনসিপি নেতা আশরাফ মাহাদী।

এদিকে আজ সকাল থেকেই কিছুটা গরম অনুভূত হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা আরও বাড়তে থাকে। প্রচণ্ড রোদে গরমে অতিষ্ঠ হয়ে ওঠেন সমাবেশস্থল থাকা আন্দোলনকারীরা। পরে সমাবেশস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে সিটি করপোরেশনের স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানো শুরু হয়।বিকালে ৩টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্প্রে ক্যানন পানি ছিটানো শুরু করে।

সরেজমিনে দেখা গেছে, সমাবেশস্থলে ডিএনসিসির দুটি স্প্রে ক্যাননের গাড়ি উপস্থিত হয়।এর মধ্যে একটি গাড়ি পানি ছিটানো শুরু করে।

স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানোর পর সমাবেশস্থলে উপস্থিত থাকা আন্দোলনকারীদের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ্য করা যায়। প্রচণ্ড গরমের মধ্যে পানি ছিটিয়ে স্বস্তি দেওয়ায় আন্দোলনকারীরা ডিএনসিসির এ উদ্যোগকে ধন্যবাদ জানান।

এনসিপি ছাড়াও বিভিন্ন ইসলামী দলসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিতে দেখা গেছে।সাধারণ ছাত্র-জনতাও স্বতঃস্ফূর্তভাবে এ সমাবেশে অংশ নিচ্ছেন।

সর্বশেষ - সংবাদ